KL Rahul. (Photo Source: Twitter)
অনলাইন সমাজমাধ্যমের অপব্যবহার নিয়ে এবার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন কে এল রাহুল। তিনি স্পষ্টত একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, ‘যত তাড়াতাড়ি মানুষ এটি থেকে দূরে থাকবে, তত তাঁদের মানসিকতা ভালো থাকবে।’ তিনি নিজেও সেই দর্শনেই বিশ্বাসী।
তিনি জানান যে, অনলাইন অপব্যবহারের সাথে তার কী কী সংগ্রাম চলেছে ও তিনি কোন পদ্ধতিতে সেগুলির মোকাবিলা করেছেন। সমাজমাধ্যম যখন নির্বিচারে অজস্র কুৎসায় বিদ্ধ করতে থাকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াইটা কী খুব সহজ হয় তারকাদের? দিনশেষে জবাব দেওয়ার প্রয়োজন পড়ে না কী? কে এল রাহুল বুঝিয়ে দিলেন যে, হ্যাঁ অবশ্যই পড়ে। যা তিনি সেঞ্চুরিয়নের মাঠে দিলেন। বিপর্যস্ত ভারতীয় দলের একা কুম্ভ হয়ে তিনি দলকে নিজের কাঁধে টেনে নিয়ে গেলেন। ৯উইকেট পড়ে যাওয়া দলের ভার হেলায় নিলেন কাঁধে থুড়ি ব্যাটে। ছক্কা হাঁকিয়ে দলকে পৌঁছে দিলেন প্রায় ২৫০রানের দোরগোড়ায় ও নিজে পৌঁছলেন অষ্টম টেস্ট শতরানে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় তারকার পাল্টা প্রশ্ন, ‘ সমালোচনার জবাব দিয়ে আদৌ কি কিছু পাব? লোকের যেটা মনে হবে, তারা বলবে। আমি আটকাতে পারবো? যথার্থ পারফর্মার মাঠে নিজেদের সেরাটা দিয়ে যান। আমিও সেটুকুই চেষ্টা করি।’ তাঁকে পরবর্তীতে সমাজমাধ্যম নিয়েও প্রশ্ন করা হয়। যাতে রাহুলের সাফ জবাব, ‘ওটা থেকে নিজেকে যত দূরে রাখবেন, আনন্দে থাকতে পারবেন। আমি নিজে সেটুকু দর্শনই মেনে চলি। সমাজ মাধ্যমে যারা মতামত দেন তাদেরও একটা সীমা পর্যন্তই এগোনো উচিত। আজ যারা আমার প্রশংসা করছেন তারাই কয়েক মাস আগে আমাকে বিদ্রুপ করেছেন।’
বুধবার তিনি পাশে পেয়েছেন কিংবদন্তি তারকা সুনীল গাওস্কারকেও।
রাহুলের এই অনবদ্য ইনিংসে মোহিত সুনীল। তিনি প্রশংসার সুরে বলেন, ‘রাহুলের এই কীর্তি ক্রিকেটিয় ইতিহাসে প্রথম দশে থাকার মত।’ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিও সমাজ মাধ্যমে তাঁকে আরো শক্তিশালী হয়ে ওঠার বার্তা দেন। ভারতীয় তারকার এহেন শতরানে মোহিত মাস্টারব্লাস্টারও। কিংবদন্তি সচিন টেন্ডুলকার সমাজমাধ্যমে লেখেন, ‘ দুর্দান্ত ইনিংস খেলেছে ছেলেটা। আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে ম্যাচের ওই পরিস্থিতিতে রাহুলের ভাবনা। পুরো ইনিংস জুড়ে রাহুলের ফুটওয়ার্ক ছিল অসাধারণ।’
আপাতত দ্বিতীয় দিন শেষে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাটিতে ভারতকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডিন এলগার। বর্ষশেষে বলাই যেতে পারে বক্সিং ডে টেস্ট জমজমাট।
The post ‘আজ যারা আমার প্রশংসা করছেন, তারাই কয়েক মাস আগে আমাকে বিদ্রুপ করেছেন’ appeared first on CricTracker Bengali.