UAE. (Photo Source: ICC)
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একটি ঐতিহাসিক জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৯শে আগস্ট, শনিবার, টিম সাউদির নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে পরাজিত করেছে মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন ইউএই।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মহম্মদ ওয়াসিম। নিউ জিল্যান্ড শুরুতেই টিম সেইফার্টের উইকেট হারায়। তিনি ৬ বলে ৭ রান করেন। আরেক ওপেনার চ্যাড বোয়েস ২১ বলে ২১ রান করেন। ২৭ রানের মাথায় পরপর দুটি উইকেট হারিয়ে ফেলেছিল টিম সাউদির নেতৃত্বাধীন দল। মিচেল স্যান্টনার এবং ডেন ক্লিভার যথাক্রমে ৪ বলে ১ রান এবং ১ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক চ্যাপমান নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ৪৬ বলে ৬৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। কোল ম্যাককঞ্চি এবং রাচিন রবীন্দ্র খুব বেশি রান করতে পারেননি। জেমস নিশাম ১৭ বলে ২১ রান করতে সক্ষম হন। কাইল জেমিসন এবং অধিনায়ক টিম সাউদি যথাক্রমে ৬ বলে ৮ রান এবং ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে নিউ জিল্যান্ড।
মহম্মদ জাওয়াদুল্লাহ ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এই ম্যাচে অয়ন আফজাল খান ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সবথেকে সফল বোলার। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। আলি নাসির, জহুর খান এবং মহম্মদ ফারাজুদ্দিন ১টি করে উইকেট নেন।
২৬ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত
ইউএই-এর ওপেনার আরিয়ানশ শর্মা এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার মহম্মদ ওয়াসিম ২৯ বলে ৫৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৪টি চার এবং ৩টি ছয় মারেন।
বৃত্তি অরবিন্দ ২১ বলে ২৫ রান করেন। আসিফ খান ৫টি চার এবং ১টি ছয় সহ ২৯ বলে অপরাজিত ৪৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। বাসিল হামিদ ১২ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান অয়ন আফজাল খান।
The post আন্তর্জাতিক ক্রিকেটে ঐতিহাসিক জয় পেল সংযুক্ত আরব আমিরাত, নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করল মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন দল appeared first on CricTracker Bengali.