আফগানিস্তানের জয়ের পর স্টুডিওতেই নাচে মাতলেন ইরফান পাঠান ও হরভজন সিং

অক্টো. 31, 2023

Spread the love

Irfan Pathan & Harbhajan Singh. ( Image Source: Twitter )

পাকিস্তানকে হারানোর পর মাঠেই রশিদ খানের সঙ্গে নাচের তালে মেতেছিলেন ইরফান পাঠান। গত সোমবার বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে ফের একটা চমক দিয়েছে আফগানিস্তান। সেই ম্যাচে মাঠে ছিলেন না ইরফান পাঠান। কিন্তুু নাচের কথা ভুলে যাননি তিনি। এবার স্টুডিওতেই আফগানিস্তানের জয়ের আনন্দে সামিল হয়েছেন প্রাক্তন ভারতীয়. তারকা ক্রিকেটার ইরফান পাঠান। সেখানে তাঁর সঙ্গী এবার হরভজন সিং। আফগানিস্তানের জয়ের পরই স্টুডিওতে এই দুই তারকা ক্রিকেটারের উত্তাল নাচ। আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এবার বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে আফগানিস্তান। তাদের এমন সাফল্য দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। আফগানিস্তানের পাক বধের পরই মাঠে রশিদ খানের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন তিনি। আফগানদের ভাল পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়াতে বারবারেই শুভেচ্ছা বার্তা এসেছিল ইরফান পাঠানের কাছ থেকে। এদিনও তার অন্যথা হল না। রশিদ খানদের দুরন্ত জয়ের পর এদিনও নিজেকে সামাল দিতে পারলেন না ইরফান পাঠান।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান

স্টুডিওতেই নাচের তালে মাতলেন তিনি। এবার  অবশ্য সেখানে ইরফান পাঠানের সঙ্গী হরভজন সিং।  ইরফান পাঠান যেমন নিজের ছন্দে সেখানে মঞ্চ মাতালেন। তেমনই ভাঙরার তালে মনঞ্চ মাতালেন আরেক তারকা ক্রিকেটার হরভজন সিংও। আর সেই ভিডিও দেখার পর থেকেই আপ্লুত নেটিজেনরা। এবারের বিশ্বকাপের মঞ্চে যে আফগানিস্তানের ক্রিকেট সকলকেই মুগ্ধ করছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত সকলকে চমকে দিয়ে রশিদ খানরা সেমিফাইনালের টিকিট পাকা করতে পারেন কিনা তা তো সময়ই বলবে।

.@IrfanPathan & @harbhajan_singh enjoy Afghanistan win 🕺pic.twitter.com/7GzUlByOzs

— CricTracker (@Cricketracker) October 30, 2023

শে্ষম্যাচে ২৪১ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সহজ লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একটা উইকেট হারিয়েছিল আফগানিস্তান। তবে শ্রীলঙ্কা খুব একটা বেশী  সুবিধা করতে পারেনি। রহমত শায়ের ৬২ রানের ইনিংসটা আফগানিস্তানের ব্যাটিংয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। এরপর আর আজমতউল্লাহ ওমরজাই ও হাসমতউল্লাহ শাহিদিকে  সাজঘরে ফেরানোর রাস্তা খুঁজে পায়নি শ্রীলঙ্কার বোলাররা।

এদিন ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও তিনটি ওভার বাউন্ডারি। এদিন আফগানিস্তানের তিন উইকেটের বেশী তুলতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। কার্যত ম্যাচে কোনওরকম লড়াই দিতে পারেনি শ্রীলঙ্কা। সহজেই এবারের বিশ্বকাপে তাদের তৃতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

The post আফগানিস্তানের জয়ের পর স্টুডিওতেই নাচে মাতলেন ইরফান পাঠান ও হরভজন সিং appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador