আবারও ঘুরে দাঁড়ানোর পক্ষে বার্তা দিচ্ছেন ম্যাকালাম

মার্চ 11, 2024

Spread the love

Ben Stokes and Brendon McCullum. (Photo by Philip Brown/Getty Images)

ইংল্যান্ডের টেস্ট দলে বিভিন্ন পরিবর্তন আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু কোনোভাবেই স্টোকসবাহিনীর খেলার স্টাইল পরিবর্তন করার পক্ষে নন ম্যাকালাম। যদিও সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাকালাম মনে করছেন, ভারত বনাম ইংল্যান্ড সিরিজে বেশ কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। যে কারণে দিনের শেষে ইংল্যান্ড আগ্রাসী মনোভাব থেকে সরে এসেছে। সেইজন্যই এই সিরিজের উপর ভিত্তি করে ম্যাকালাম বেশ কিছু ত্রুটি চিহ্নিত করে, সেগুলি নিরাময়ের চেষ্টা করছে। বলা যেতে পারে এটা ম্যাকালামের কোচিং কালে ইংল্যান্ড দলের প্রথম কোনো সিরিজে দুর্ভাগ্যজনক পরাজয়। তিনি নিজেও বলেছেন, হায়দ্রাবাদে প্রথম টেস্ট জয়ের পর কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল দল। পরবর্তী তিনটি টেস্টে তাঁর দল আগ্রাসী মনোভাব থেকে কিছুটা হলেও সরে আসে। ধর্মশালায় পঞ্চম টেস্টে ভারতের কাছে তিন দিনের মধ্যে তাঁদের ইনিংস স্তব্ধ হয়ে যায়। বহু প্রাক্তন ইংল্যান্ড তারকা এই বিষয়ে সমালোচনায় মুখর হন।

ম্যাকালামের কোচিংয়ে এবং বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড দল এখন ২৩টির মধ্যে ১৪টিতে জয় পেয়েছে। ৮টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে ব্রিটিশ বাহিনী। এই পরাজয়গুলির মধ্যে ৭টি আসে বিগত ১৩টি ম্যাচ থেকে, যা ২০২৩-র শুরু থেকে অনুষ্ঠিত হয়েছিল। যদিও ভারতের মাটিতে এই সিরিজ হার তাঁদের কাছে বিশেষ বড়ো ব্যাপার নয়, কারণ শেষ সিরিজ জিতেছিল তারা ২০১৩ নাগাদ। এই পরিস্থিতিতে ম্যাকালাম চাইছেন পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখতে।

ম্যাকালাম এই প্রসঙ্গে বলেছেন, ‘কখনো কিছু জিনিস চাইলেও এড়ানো যায় না। কিন্তু যখন কোনও সিরিজে এভাবে পিছিয়ে পড়ার জায়গা আসে, স্বাভাবিকভাবেই কিছু প্রশ্নচিন্হ উঠে যায়। তখন গোটা বিষয়টি নিয়ে নিশ্চিত ভাবে কিছু গভীর চিন্তাভাবনা ও টিমের মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রয়োজন পড়ে।’

তিনি নিজেদের ব্যর্থতা প্রসঙ্গে খানিক আহত গলায় বিবৃতি দেন, ‘ যদি কিছু হয়, এই ভেবেই সিরিজ চলাকালীন আমরা আরও বেশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। মূলত এর কারণ ছিল ভারতীয় লাইন আপ। তারা আক্ষরিক অর্থেই প্রথম থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করে গেছিল। শুধুমাত্র বোলিংয়ে নয়, পাশাপাশি ব্যাটিংয়েও তারা সমান প্রভাব রেখেছে গোটা সিরিজে।’ হতাশ ম্যাকালাম দলকে নিয়ে তবু আশাবাদী। তিনি মনে করছেন, ‘ গোটা খেলাটিতেই আমরা অনেক চাপের মধ্যে দিয়ে গেছিলাম। অনেক সুযোগের সঠিক সদ্ব্যবহার করতে পারিনি। তবে আগামী দিনে অল্প সময়ের মধ্যেই আমরা ভালো কিছুর সন্ধানে কাজ করছি। চেষ্টা করব এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর।’ দলকে কোনোভাবেই পিছিয়ে না থাকার বার্তা দিচ্ছেন বাজবল ক্রিকেটের স্রষ্টা। 

The post আবারও ঘুরে দাঁড়ানোর পক্ষে বার্তা দিচ্ছেন ম্যাকালাম appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador