Adam Zampa. ( Photo Source: X/Twitter )
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি এখনও পর্যন্ত তার খেলা সবচেয়ে সন্তোষজনক ওডিআই ছিল। উল্লেখযোগ্যভাবে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন অ্যাডাম জাম্পা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি ১০ ওভারে মাত্র ২১ রান দিয়েছিলেন এবং ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। তিনি বেন স্টোকস, জস বাটলার এবং মইন আলিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। এই ম্যাচে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল। চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ইতিমধ্যেই ১৯টি উইকেট শিকার করে ফেলেছেন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যাডাম জাম্পা বলেন, “হ্যাঁ, এই ১০ ওভার বোলিং করে আমি অনেক তৃপ্তি পেয়েছি। প্রধানত বাঁ-হাতি ব্যাটারদের বোলিংয়ে করেছিলাম; মালান, স্টোকস, আলি, তারা মানসম্পন্ন খেলোয়াড়। আমি ১০ ওভারে ২০ রান দিয়েছিলাম, লেন্থের উপর আমার নিয়ন্ত্রণ খুব ভালো ছিল, আজকের রাতটি সত্যিই সন্তোষজনক ছিল।”
“আরও ১০টি বা তার বেশি বল খেলতে পারলে হয়তো স্কোরবোর্ডে কিছুটা বেশি রান যোগ করতে পারতাম” – অ্যাডাম জাম্পা
অ্যাডাম জাম্পা ইংল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটিংয়ের ব্যাপারেও কথা বলেছেন। তিনি এই ম্যাচটিতে মাত্র ১৯ বলে ২৯ রান করেছিলেন। তিনি এবং মিচেল স্টার্ক মিলে নবম উইকেটে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন। চলতি ওডিআই বিশ্বকাপে টানা ৫টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তারা সেমিফাইনালের অনেকটাই কাছে পৌঁছে গেছে।
অ্যাডাম জাম্পা বলেন, “ব্যাটিং ইনিংস, সত্যিই সন্তোষজনক, এটি সম্ভবত আমার খেলা সবচেয়ে সন্তোষজনক ওডিআই। ব্যাট দিয়ে অবদান রাখতে পারায় আমি সত্যিই খুব খুশি হয়েছি, স্টার্কি এবং আমি এটিকে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেছিলাম, আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম, আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি থেকে শিক্ষা নিয়েছিলাম।”
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার যোগ করেছেন, “আরও ১০টি বা তার বেশি বল খেলতে পারলে হয়তো স্কোরবোর্ডে কিছুটা বেশি রান যোগ করতে পারতাম। তবে ব্যাট দিয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে, তারপর ক্যাচ, মানে, আমি বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে পরিচিত নই, কিন্তু সব কাজ ঠিকঠাকভাবে করতে পারায় আমি সন্তুষ্ট, এটি সত্যিই একটি ভালো অনুভূতি।”
The post “আমার খেলা সবচেয়ে সন্তোষজনক ওডিআই” – ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর নিজের বক্তব্য জানালেন অ্যাডাম জাম্পা appeared first on CricTracker Bengali.










