Ravi Shastri. (Photo Source: Twitter)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের আত্মবিশ্বাস এবং দিকনির্দেশনার অভাব রয়েছে। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি। ২৬শে অক্টোবর, বৃহস্পতিবার, কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে তারা। ইংল্যান্ডের জন্য সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুবই কঠিন হয়ে গেছে। শেষমেশ তারা সেমিফাইনালে যেতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড ইতিমধ্যেই ৫টি ম্যাচ খেলে ফেলেছে। তবে তারা এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচে জয়ের মুখ দেখতে পেরেছে। ইংল্যান্ডের ব্যাটিং এবং বোলিং বিভাগকে খুব শীঘ্রই তাদের ছন্দ ফিরে পেতে হবে, নাহলে রাউন্ড রবিন পর্যায়েই তাদের যাত্রা শেষ হয়ে যাবে।
প্ৰথম ইনিংসের পর স্টার স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেন, “এই ইংল্যান্ড দল, আমি যেভাবে দেখেছি, তাতে শুধু আত্মবিশ্বাসের অভাবই নয়, তারা যেভাবে খেলছে তাতে দিকনির্দেশনারও অভাব রয়েছে। তারা যে শটগুলি খেলছে সেগুলির উপর বেশিরভাগ সময়ই তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে না। তাই তারা খুব সহজেই প্রতিপক্ষদের তাদের উইকেট দিয়ে দিচ্ছে। এটি ছন্দের অভাব, সাবলীলতার অভাব এবং আত্মবিশ্বাসের অভাব থেকে আসে।”
“আমি এমন কোনো ইংল্যান্ড দল দেখিনি যেখানে পুরো টপ-অর্ডার ফর্মের বাইরে থাকে” – রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী ইংল্যান্ডের টপ অর্ডারের ব্যাপারেও কথা বলেছেন। এবারের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের পারফরম্যান্স একেবারেই নজরকাড়া ছিল না।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, “মালানের সাথে ব্যাট করার সময় বেয়ারস্টো যখন স্বাভাবিক শট খেলতে চাইছিলেন, তখন রান আসছিল। যে মুহুর্তে তিনি জোর করে শট খেলার চেষ্টা করেছিলেন, চিকি শট, তিনি আউট হয়ে গিয়েছিলেন, এরপর তাদের আরও কয়েকটি উইকেট পড়ে যায় এবং তারা তাদের পথ হারিয়ে ফেলে। আমি এমন কোনো ইংল্যান্ড দল দেখিনি যেখানে পুরো টপ-অর্ডার ফর্মের বাইরে থাকে।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। পুরো ম্যাচটিতেই শ্রীলঙ্কা তাদের থেকে এগিয়ে ছিল। জস বাটলারের নেতৃত্বাধীন দলের কোনো ব্যাটারই এই ম্যাচে অর্ধশতরান করতে পারেননি। অন্যদিকে, বল হাতে একমাত্র ডেভিড উইলি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। আসন্ন ম্যাচগুলিতে ইংল্যান্ড কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
The post ইংল্যান্ডের আত্মবিশ্বাস এবং দিকনির্দেশনার অভাব রয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের হারের পর একথা বললেন রবি শাস্ত্রী appeared first on CricTracker Bengali.










