ইংল্যান্ডের ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত থাকতে চলেছেন কিংবদন্তী রকস্টার মিক জ্যাগার

নভে. 10, 2023

Spread the love

Mick Jagger. ( Photo Source: Eric Alonso/Getty Images )

বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ পাকিস্তান। এবারের মতো বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ডের। তবও ইংল্যান্ডের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হবে ব্রিটিশ বাহিনীকে। সেখানেই ইংল্যান্ডকে সমর্থকন করতে ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকতে চলেছেন রকস্টার এবং বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোন্সের প্রতিষ্ঠাতা মিক জ্যাগার। রক সঙ্গীতের জগতে এই কিংবদন্তীকে চেনেন না এমন কেউই নেই। সেই বিখ্যাত তারকাকেই এবার দেখা যেতে চলেছে ইডেন গার্ডেন্সে।

গোটা বিশ্ব রকস্টার মিক জ্যাগারের অগুন্তী ভক্ত রয়েছে।  তাঁ ঝুলিতে যেমন রয়েছে অসংখ্য পুরষ্কার তেমনই রয়েছে একের পর সাফল্য। সেই তারকার  উপস্থিতি যে ইডেন গার্ডেন্সে ইংল্য।ান্ড বনাম পাকিস্তান ম্যাচের ওজ্জ্বল্য আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।  রবিবার সেই হাই ভোল্টেজ ম্যাচ জুড়ে কার্যত উত্তেজডনার পারদ তুঙ্গে পৌছেছে। সেইসঙ্গেই এই কিংবদন্তীর মাঠে থাকার গুঞ্জনও শোনাযাচ্ছিল। অবশেষে সেই খবরেি শিলমোহর পড়েছে। দ্য টেলিগ্রাফকে সিএবি সভাপতি এ খবর জানিয়েছেন।

অক্টোবরেই ভারতে এসেছিলেন রকস্টার মিক জ্যাগার

এই মুহূর্তে ভারতেই রয়েছেন নাইট উপাধি জয়ী এই কিংবদন্তী রকস্টার। গানের পাশাপাশি  অভিনয় যেমন করেছঠেন তেমনই চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। গানের পাশাপাশি খেলধূলার প্রতিও তাঁর রয়েছে অগাধ ভালবাসা। কয়েদিন আগেই বার্সেলোনার ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন রকস্টার। এছাড়া অ্যাশেজের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। হ্যারি কেনদের ম্যাচেও তাদের সমর্থন করতে দেখা গিয়েছিল েই রকস্টারকে। এবার সেই রেকস্টারের পা পড়তে চলেছে ইডেন গার্ডেন্সের মঞ্চে।

ইংল্যান্ডের জয় দেখেইউ যে স্টেডিয়াম ছাড়তে চাইবেন তিনি  তা বলার অপেক্ষা রাখে না। দ্য টেলিগ্রাফকে স্নেহাশিস গঙ্গাপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, “হ্যাঁ শনিবারের ম্যাচে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকবেন তিনি”।

এই মুহূর্তে রাজস্থানে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই রাজস্থানে আন্তর্জাতিক ফোক অনুষ্ঠানের জন্য ভারতে এসেছিলেন তিনি। এবার সেই তারকা রকস্টার ফের একবার ভারতের মাটিতে। এই ৮০ বছর বয়সেও রোলিং স্টোনের মুখ মিক জ্যাগার। তাঁর গানের ভক্ত যে কলকাতাতেও রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এই তারকার উপস্থিতি যে ম্যাচের ঔজ্জ্বল্যো বাড়াবে তা বলাই বাহুল্য।

The post ইংল্যান্ডের ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত থাকতে চলেছেন কিংবদন্তী রকস্টার মিক জ্যাগার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador