Marko Jansen. ( Image Source: Twitter )
ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। বিশ্বকাপের সেমিফাইনালে অবশ্য আগেই পৌঁছে গিয়েছে দুই। কিন্তু কলকাতার মাটিতে এই প্রথমবার বিশ্বকাপের ম্যাচে নেমেছে ভারত। সেই ম্যাচ দেখাতে এদিন ইডেন গার্ডেন্সে উপচে পড়েছে ভিড়। আপ সেই ম্যাচেই নিজের প্রথম ওভারে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখালেন মাক্সো য়্যানসেন। এক ওভারে ১০ বল করতে হল তাঁকে। বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বোলার হিসাবে দীর্ঘতম ওভার করার রেকর্ড গড়লেন তিনি। যদিও এমন রেকর্ড গড়তে কোনও ক্রিকেটারই চান না।
এবারের বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার গায়ে। সেই কারণে এই ম্যাচ ঘিরেও সকলের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। সেই ম্যাচেই টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতী. দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই নিজের প্রথম ওভারে এসেই সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছেন মার্কো য়্যানসেন। ভারতের বিরুদ্ধে নিজের প্রখম ওভারেই ১০ বল করলেন এই তারকা পেসার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই বিশ্বকাপে দীর্ঘতম ওভার করলেন মার্কো য়্যানসেন
মার্কো য়্যানসেনের এমন পারফরম্যান্স দেখে যে সকলেই কার্যত চমকে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ওভার থেকেই ভারতের বিরুদ্ধে চমক দেখানোর প্রচেষ্টায় ছিলেন এই তারকা পেসার। সেই কারণে রোহিত শর্মা ও শুভমন গিলের বিরুদ্ধে সুইংয়ের ওপর বাড়তি জোর দিচ্ছিলেন তিনি। সেই সুইংই যে এদিন মার্কো য়্যানসেনকে সবচেয়ে অযাচিত রেকর্ডের সম্মুখীন করেছে তা বলাই বাহুল্য। এক ওভারে ৪টি ওয়াইড বল করেছেন মার্কো য়্যানসেন। যারমধ্যে একটি ওয়াইড বলে আবার বাউন্ডারি হয়ে অতিরিক্ত পাঁচ রান দিয়েছেন এই তারকা প্রোটিয়া পেসার।
ভারতের বিরুদ্ধে শুরুটা যে একেবারেই তিনি এমনটা চাননি তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়া বোলার হিসাবে দীর্ঘতম ওভার করার রেকর্ড গড়েছেন মার্কো য়্যানসেন। সেই ছবি দেখে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই হতবাক হয়েছেন।
এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সে্খানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তবে শেষরক্ষা করতে পারেননি তিনি। ২৪ বলে ৪০ রানের ঝোরো ইনিংস খেলেই এদিন থামতে হয়েছে রোহিত শর্মাকে। শেষপর্যন্ত এই ম্যাচে জয়ের হাসি কোন দলের ক্রিকেটারদের মুখে ফোটে সেটাই দেখার।
The post ইডেনে ১০ বলে এক ওভার সম্পূর্ণ মার্কো য়্যানসেনের, গড়লেন বিশ্রী রেকর্ড appeared first on CricTracker Bengali.










