Mukesh Kumar. ( Image Source: BCCI )
২৩শে নভেম্বর, বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে ভারত। প্রতিভাবান ভারতীয় পেসার আসন্ন এই সিরিজটিতে প্রভাব ফেলতে চাইছেন। উল্লেখযোগ্যভাবে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অবশ্যই জায়গা করে নিতে চাইবেন মুকেশ কুমার। এই জায়গাটি পাওয়ার জন্য যে তাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
মুকেশ কুমার বলেছেন যে তিনি জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়ে উঠতে চান। এছাড়াও তিনি বলেছেন যে তিনি অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইশান্ত শর্মা এবং মুকেশ কুমার উভয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে খেলেছিলেন।
মুকেশ কুমার জিও সিনেমাকে বলেন, “আমি নিয়মিত আমার দেশের হয়ে খেলতে চাই, এটাই হবে আমার প্রথম কৃতিত্ব। আমি এই জিনিসটির উপর মনোযোগ দিতে চাই। আমি এই প্রক্রিয়ার সাথে লেগে থাকার ফলাফল দেখতে পাচ্ছি, তাই, আমি সঠিক দিকে মনোযোগ দিতে চাই এবং এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “ইশান্ত (শর্মা) ভাইয়ের ভূমিকার ব্যাপারে আমি বলতে চাই যে, তিনি আমাকে অনেক সমর্থন করেছিলেন। তিনি দলে আমার ভূমিকাটি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন, তাই আমার কাছ থেকে যা আশা করা হয়েছিল সেটির সাথে আমি সৎ থাকতে চেয়েছিলাম।”
ইতিমধ্যেই সব ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন মুকেশ কুমার
২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সবকটি ফরম্যাটে অভিষেক করেছিলেন মুকেশ কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্ৰথম উইকেট ছিল কির্ক ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে তিনি ম্যাকেঞ্জিকে আউট করেছিলেন। সেই ইনিংসে তিনি ৪৮ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছিলেন।
২৪শে এপ্রিল, সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন মুকেশ কুমার। জয়ের জন্য শেষ ওভারে এসআরএইচের ১৩ রান প্রয়োজন ছিল। মুকেশ কুমারের দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান, মুকেশ কুমার, শ্রেয়স আইয়ার।
The post ইশান্ত শর্মার কাছ থেকে সমর্থন পাওয়ার ব্যাপারে মুখ খুললেন মুকেশ কুমার appeared first on CricTracker Bengali.










