Shubman Gill. ( Image Source: Jio Cinema )
জ্বরে আক্রান্ত হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত শুভমন গিলের মাঠে নামা নিয়ে আশাবাদী ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। শুক্রবার সকাল থেকেই শুভমন গিলের জ্বরে আক্রান্ত হওয়ার খবর নিয়ে শুরু হয়ে নানান আলোচনা। শোনাযাচ্ছে তিনি নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে অনিশ্চিত। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। আগের থেকে এখন নাকি অনেকটাই সুস্থ রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এখনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন গিল নেই এমনটা মানতে নারাজ ভারতীয় দলের তারকা কোচ।
বিশ্বকাপের মঞ্চে শুভমন গিলের মতো ক্রিকেটারকে যদি প্রথম ম্যাচ থেকে ভারতীয় দল না পায় সেটা যে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি। তবে শোনাযাচ্ছে তিনি নাকি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও ভারতীয় টিম ্মযানেজমেন্ট মেডিক্যাল রিপোর্টের অপেক্ষাতেই রয়েছে এই মুহূর্তে। শুক্রবার শুভমন গিলের ফের একটা পরীক্ষা হবে। সেই রিপোর্ট আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে। এর মাঝেই রাহুল দ্রাবিড়ের এই মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে স্বস্তি ফেরানোর জন্য যথেষ্ট। যদিও তাঁর ডেঙ্গি হয়েছে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনএও নিশ্চয়তা নেই।
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা থেকে এই বছর ৬০০ রান পিছনে রয়েছেন শুভমন গিল
এই বছরে ব্যাট হাতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তেমনই আইপিএলের মঞ্চেও সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপেও শুভমন গিলের ব্যাট থেকে বড় রানের পারফরম্যান্স দেখা গিয়েছিল। সেই থেকেই তাঁকে নিয়ে ধিরে যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচের আগে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “প্রতিদিনই তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বোর্ডের মেডিক্যাল দলের সদস্যরা। এখনও পর্যন্ত প্রথম ম্যাচে নামার আগে আমাদের হাতে ৩৬ ঘন্টা সময় রয়েছে। সেখানেই তাঁর পরীক্ষা নীরিক্ষার পর কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। আজ অবশ্য তিনি অনেকটাই সুস্থ অনুভব করছেন। মেজডিক্যাল দল এখনি তিনি ছিটকে গিয়েছেন তা মানতে নারাজ। তাঁকে প্রতিদিনই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকালের পর তিনি কেমন অনুভব করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছি আমরা”।
কয়েকদিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ। সেখানেও ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শুভমন গিল। শেষপর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post এখনই শুভমন গিলকে নিয়ে আশা ছাড়ছেন না রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.










