KL Rahul. (Photo Source: Instagram)
কয়েকদিন ধরে তাঁকে নিয়ে কথাবার্তা চললেও এখনই লোকেশ রাহুলকে ভারতীয় দলের জার্সিতে দেখার সম্ভাবনা কুব একটাা বেশী নেই। শোনাযাচ্ছে আসন্ন এশি্য়া কাপের মঞ্চেও অনিশ্চিত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখনও নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে ওডিআই সিরিজেই ফিরতে পারেন লোকেশ রাহুল। একইসঙ্গে শ্রেয়স আইয়ারকে নিয়েও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। তিনিও নাকি এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে নিশ্চিত নন।
এবারের আইপিএল চলাকালীনই কুঁচকিতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত সমস্যা বেড়েছিল ভারতীয় দলের অন্দরে। সেই ম্যাচে চোট পাওয়ার পর সআর মাঠেনামতে পারেননি লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময়ি বাউন্ডারি লাইনে বল বাঁচাতে গিয়েচোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচেপ্যাড ও গ্লাভস পরে তৈরি তাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি লোকেশ রহুল।সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও নামতে পারেননি তিনি।
আইপিএলের সময়ই চোট পেয়ে মঠের বাইরে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে টেস্ট সিরিজ জয়ের পর ওডিআই সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। আগামী ১ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও সেই দলেও নেই লোকেশ রাহুল। এনসিএ-তে জোর কোদমে প্রস্তুতি্ চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। বেশ কয়েকদিন আগে থেকে নেট সেশনও শুরু হয়ে গিয়েছে তাঁর। সেই থেকেই এই তারকা ক্রিকেটারের ভারতীয় দলে ফেরা নিয়ে একটা জল্পনা সুরু হয়ে গিয়েছিল। কিন্তু শোনাযাচ্ছে েখনও নাকি একশোশতাংশ সুস্থ হয়ে উঠতে পারেননি লোকেশ রাহুল।
বোর্ড সূত্রে খবর আসন্ন এশিয়া কাপের মঞ্চেও লোকেশ রাহুলের ভারতীয় দলের সম্ভাবনা একেবারে কম বললেই চলে। এই মপহূর্তে রিহ্যাব চলছে এই তারকা ক্রিকেটারের। একইসঙ্গে শ্রেস আইয়ারও বিশ্বকাপের মঞ্চে ফেরার জন্য কতটা প্রস্তুত তা নিয়েও এখনও পর্যন্তকোনও নিশ্চিয়তা নেই। আর এই খবর যে ভারতীয় শিবিরে খুব একটা স্বস্তির বহ তৈরি করতে পাাছেনা তা বলাই বাহুল্য।
এবার বর্ডার গাভাসকরট্রফি চলাকালীনই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে রিহ্যাব চালাচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করে দিলেও শ্রেয়স আইয়ারের সুস্থতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
The post এশিয়া কাপের মঞ্চেও অনিশ্চিত লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.