Virat Kohli and KL Rahul. (Photo Source: Twitter)
ওডিআই ক্রিকেটের জন্য ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বর স্থান দখল করলেন বিরাট কোহলি। তিনি আগে ৯ নম্বর স্থানে ছিলেন। অর্থাৎ, তিনি ২ ধাপ উপরে উঠে এসেছেন।
অন্যদিকে, কেএল রাহুল ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্ৰথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি ১৭ নম্বর স্থানে রয়েছেন।
বিরাট কোহলি এবং কেএল রাহুল দুজনেই এই মুহুর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুজনেই খুব ভালো রান পেয়েছিলেন। এই ম্যাচে রোহিত শর্মা, ইশান কিষান এবং শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ভারতীয় দল মাত্র ২ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর বিরাট এবং রাহুল মিলে ১৬৫ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেছিলেন। বিরাটের ব্যাট থেকে ১১৬ বলে ৮৫ রানের একটি সুন্দর ইনিংস এসেছিল। অন্যদিকে, রাহুল ১১৫ বলে অপরাজিত ৯৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।
বিরাট কোহলি খুব শীঘ্রই প্ৰথম পাঁচে উঠে আসতে পারেন, কারণ তিনি কুইন্টন ডি কক এবং ডেভিড ওয়ার্নারের থেকে খুব বেশি দূরে নেই। ডি কক এখন ৬ নম্বর স্থানে রয়েছেন। তার রেটিং পয়েন্ট হল ৭২৪। ওয়ার্নার এবং হ্যারি টেক্টরের রেটিং পয়েন্ট হল ৭২৯। কোহলির রেটিং পয়েন্ট হল ৭১৫।
বাবর আজমের থেকে খুব বেশি দূরে নেই শুভমন গিল
ওডিআই ক্রিকেটের জন্য ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে প্ৰথম স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার ঠিক পরেই রয়েছেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল। বাবরের রেটিং পয়েন্ট হল ৮৩৫। অন্যদিকে, গিলের রেটিং পয়েন্ট হল ৮৩০। অর্থাৎ, বাবরের থেকে মাত্র ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছেন গিল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অসুস্থতার কারণে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলতে পারেননি শুভমন গিল। অন্যদিকে, বাবর আজম ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছেন। তবে তিনি এখনও পর্যন্ত খুব বেশি রান করতে পারেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। তার ব্যাট থেকে ১৮ বলে মাত্র ৫ রান এসেছিল। এরপর, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ১৫ বলে মাত্র ১০ রান করতে সক্ষম হয়েছিলেন। ১৪ই অক্টোবর, শনিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক কত রান পান সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই ক্রিকেটের জন্য ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি, প্ৰথম ২০ জনের মধ্যে জায়গা করে নিলেন কেএল রাহুল appeared first on CricTracker Bengali.










