Srilanka. ( Photo Source: Surjeet Yadav/Getty Images)
এশিয়া কাপের মঞ্চে ঘরের মাঠে এক বিশ্রী রেকর্ডের মালিক শ্রীলঙ্কা। ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপের মঞ্চে সর্বোনিম্ন স্কোর করল শ্রীলঙ্কা। ফাইনালের মঞ্চে ভারতের কাছে মাত্র ৫০ রানেই সেষ হয়ে গিল গতবারের এসিয়া কাপ চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে পৌঁছেছেল শ্রীলঙ্কা। এই ম্যাচ শুরু হওয়ার আগে নানান কথাবার্তা, হিসাব নিকাশ চলচিল।কিন্তু মহম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা বাহিনী। মাত্র ৫০ রানেই ঘরের মাঠে থামতে হল শ্রীলঙ্কাকে।
এর আগেওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপের মঞ্চে সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের। ঢাকায় ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৮৭ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। এতদিন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে সেটাই ছিল সর্বনিম্ন স্কোর। এবার সেই রেকর্ডটাই ভেঙে দিল শ্রীলঙ্কা। একা মহম্মদ সিরাজের ধাক্কাতেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কা বাহিনী। ঘরের মাঠে মাত্র ৫০ রানে সেষ হয়ে গেল শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহদের সামনে এদিন শ্রীলঙ্কার ব্যাটাররা দাঁড়াতেই পারলেন না।
ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর
৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা (২০১২)
৫০ বনাম ভারত (২০২৩)
৫৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ ( ১৯৮৬)
৬৭ বনাম ইংল্যান্ড( ২০১৪)
৭৩ বনাম ভারত(২০২৩)
এর আগে এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ছিল ৯৬ রান। এবারের ফাইনালে মঞ্চে শ্রীলঙ্কা যে সেই রানটাও টপকাতে পারবে না তা হয়ত কেউই ভাবতে পারেনি। কিন্তু শেষপর্যন্ত সেটাই হল। এজিন ভারতের সামনে ৫০ রানেই শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৫.২ ওভারের মধ্যেই শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছিল ভারতীয় দলের পেস লাইনআপ। তবে শ্রীলঙ্কার এমন অবস্থার পিছনে প্রধান কারিগড় ছিলেন মহম্মদ সিরাজই।
এই প্রেমদাসা স্টেডিয়ামে এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান চিল ১৭২। এই মাঠে পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও, ঘরের মাঠে শ্রীলঙ্কাকেও অনেকে পিছিয়ে রাখতে নারাজ ছিলেন। কিন্তু সেটাই হল এবার। শ্রীলঙ্কার ক্রিকেটারদের কাছে এই এশিয়া কাপের ফাইনালটা দুঃস্বপ্ন বললেও হয়ত অবাক হওয়ার মতো কিছু হবে না। এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেখানে শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরাহ।
এশিয়া কাপের মঞ্চে সর্বনিম্ন স্কোর
শ্রীলঙ্কা – ৫০ বনাম ভারত
বাংলাদেশ – ৮৭ বনাম পাকিস্তান
বাংলাদেশ – ৯৪ বনাম পাকিস্তান
শ্রীলঙ্কা – ৯৬ বনাম ভারত
বাংলাদেশ – ৯৯ বনাম ভারত
এরপর একে একেসকলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার টপ অর্ডার তো বটেই, এদিন তিনি একাই তুলে নিয়েছিলেন ছয় উইকেট। মাত্র ২১ রান দিয়েই ৬ উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শ্রীলঙ্কার ললাট লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। তাঁর সঙ্গে হার্দিক পান্ডিয়াও তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।
The post ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপের ইতিহাসে সর্বোনিম্ন রান করল শ্রীলঙ্কা appeared first on CricTracker Bengali.