ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পর নিজের বক্তব্য জানালেন তাদের দলের অধিনায়ক সাই হোপ

জুলাই 2, 2023

Spread the love

Shai Hope. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দুইবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে পরাজিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওডিআই বিশ্বকাপের ১৩ তম সংস্করণে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়। গ্রুপ পর্যায়ে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছিল সাই হোপের নেতৃত্বাধীন দল। বিশ্বকাপের বাছাইপর্বে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি তারা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৩.৫ ওভারে ১০ উইকেটে ১৮১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ৪৩.৩ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান করে ম্যাচটি জিতে নেয়। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার পর সাই হোপ নিজের বক্তব্য জানিয়েছেন।

সাই হোপ বলেন, “এমন একটিও জিনিস নেই যেটির আমি প্রশংসা করতে পারব। পুরো টুর্নামেন্টে আমরা নিজেদের হতাশ করেছি। আমাদের অবশ্যই আমাদের ইনিংস শুরু করার দিকে নজর দিতে হবে। আমরা জানতাম পরিস্থিতি বোলারদের অনুকূলে থাকবে এবং প্রত্যেক অধিনায়কই এখানে আগে ফিল্ডিং বেছে নেবে। আমাদের সকলকেই এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে এবং আমরা অতীতের দিকে তাকিয়ে চলতে পারি না, আমাদের সামনে তাকাতে হবে এবং আরও ভালো হওয়ার উপায় খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, “ফিল্ডিং করার সময় একটি ইতিবাচক মনোভাব রাখতে হয়, যা ঘটছে তা শোধরানোর চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমার মনে হয় না আমরা প্রতিবার নিজেদের ১০০ শতাংশ দিয়েছি। আমরা মাঝসাঝে এটি করেছি তবে আমাদের এটি উন্নত করতে হবে। দেশে ফিরে আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমরা এখানে এসে এই প্রস্তুতি নিয়ে একটি অভিজাত দল হওয়ার আশা করতে পারি না।”

স্কটল্যান্ড দলের প্রশংসা করলেন সাই হোপ

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ স্কটল্যান্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। স্কটল্যান্ড এখনও ওডিআই বিশ্বকাপে যাওয়ার দৌড়ে টিকে রয়েছে। শেষমেশ তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সাই হোপ বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যে বাকি ম্যাচগুলিতে আমরা যেন ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের খুশি করার মতো কিছু করতে পারি। আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের দলে প্রতিভা আছে, সেই ব্যাপারে কোনও প্রশ্ন নেই, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন সেই প্রতিভাকে ধারাবাহিক পারফরম্যান্সে স্থানান্তর করতে পারি। তারা (স্কটল্যান্ড) খুব ভালো খেলেছে, এটি তাদের কৃতিত্ব, তারা শৃঙ্খলাবদ্ধ ছিল এবং আমি আশা করি আমরা এটা শিখতে পারব।”

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পর নিজের বক্তব্য জানালেন তাদের দলের অধিনায়ক সাই হোপ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador