ওডিআই বিশ্বকাপ ২০২৩, ফাইনাল, ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

নভে. 18, 2023

No tags for this post.
Spread the love

India and Australia. (Photo Source: Twitter)

১৯শে নভেম্বর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে।

ওডিআই বিশ্বকাপ ২০০৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। সেইবার ভারতকে হারাতে সক্ষম হয়েছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল। এইবার ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে। চলতি ওডিআই বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি। সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে ভারতের ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। অন্যদিকে, বল হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ শামি। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার যথাক্রমে ১১৩ বলে ১১৭ রান এবং ৭০ বলে ১০৫ রান করেছিলেন। শামি নিউজিল্যান্ডের সাতজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন।

অস্ট্রেলিয়া সেমিফাইনালে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছিল। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। মিচেল স্টার্ক এবং অধিনায়ক প্যাট কামিন্স ৩টি করে উইকেট পেয়েছিলেন। অন্যদিকে, জশ হ্যাজেলউড এবং ট্র্যাভিস হেডের নামে ২টি করে উইকেট ছিল। হেড ব্যাট হাতেও ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৪৮ বলে ৬২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। শেষে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স মিলে অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন।

পিচ কন্ডিশন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। অন্যদিকে, বোলাররা এখানে সমস্যার মধ্যে পড়তে পারেন। ফাইনাল ম্যাচে স্কোরবোর্ডে অনেক রান ওঠার সম্ভাবনা রয়েছে। এই মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

ভারত বনাম অস্ট্রেলিয়া: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ১৫০ | ভারত – ৫৭ | অস্ট্রেলিয়া – ৮৩ | অমীমাংসিত – ১০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ভারত বনাম অস্ট্রেলিয়া

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, ফাইনাল, ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8