Team India. (Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images)
তিনে তিন হয়ে গিয়েছে। এবার বিশ্বকাপের মঞ্চে চতুর্থ জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে নানান কথাবার্তাই চলছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাট থকে এই ফর্ম্যাটের বিশ্বকাপ। সব জায়গাতেই এগিয়ে রয়েছে ভারতীয় দল। ওবারের বিশ্বকাপের মঞ্চে চতুর্থ জয়ের লক্ষ্যে সেই পরিসংখ্যানের হিসাব যে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহা্জ্য করবে সেটাও বলার অপেক্ষা রাখে না। এখন সুধুই দুই দলের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে রয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতে যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ওডিআই ফর্ম্যাটের পাশাপাশি ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দল বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মাত্র একটি ম্যাচই বাংলাদেশের কাছে হেরেছে ভারত। ২০০৭ সালে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই ধারা এবারও কতারা ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত এখনও ভারত ও বাংলাদেশ সব মিলিে চারবার মুখোমুখি হয়েছে। সেখানে তিনবারই জয় এসেঠে ভারতীয় দলের পক্ষে। আর মাত্র একবার একবার জিততে পেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে তামিম ইকবালের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে ভারতকে হারিয়েছিল তারা। যদিও এরপর থেকে আর একবারও ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে জিততে পারেনি বাংলাদেশ।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ
ম্যাচ – ৪
ভারত জয়ী – ৩
বাংলাদেশ জয়ী – ১
ফলাফল হয়নি – ০
বিশ্বকাপের পাশাপাশি ওডিআই ফর্ম্যাটেও বাংলাদেশ ভারতের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। সেখানেও দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ৪০ বার মুখোমুখি সাক্ষাত হয়েছে। সেখানে ৩১ বারই জয় এসেছে ভারতীয় দলের পক্ষে। সেখানে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ৮ বার। সেই পারফরম্যান্স বজায় রেখে এবার বিশ্বকাপে চারে চার করার লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়া।
ওডিআই ফর্ম্যাটে ভারত বনাম বাংলাদেশ
ম্যাচ – ৪০
ভারত জয়ী – ৩১
বাংলাদেশ জয়ী – ৮
ফলাফল হয়নি – ১
আগামী ১৯ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই জয়ের ধারা ভারতয় অব্যহত রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে ভারত, এবার লক্ষ্য চারে চার appeared first on CricTracker Bengali.










