Adam Gilchrist. (Photo by Robert Cianflone/Getty Images)
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সময় যত এগোচ্ছে ততই বিশ্বকাপ নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার বিশ্বকাপের প্রথখম চারটে দল বেছে নিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ঘরের মাঠে ভারতকে সবসমনয়ই এগিয়ে রাখছেন তিনি। সেইসঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকেও এবারের বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিচ্ছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা ক্রিকেটার। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে চারটি দলই দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সদ্য শেষ গয়েছে এবারের এসিয়া কাপ। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদ্রশন করেছিল ভারতীয় দল। গোটা প্রতিযোগিতায় ভঊারতীয় দল মাত্র এককটি দল হেরেছিল এবার। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে শেষ ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও বারতের জয়ের পথে কোনও দলই এএবার বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছিল ভারতীয় দল।
কয়েকদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত
ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং, সব জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা কোনও জলই এবার ভৈারকের সামনে দাঁড়াতে পারেনি। সেইসঙ্গে এবার ভারতের ঘরের মাঠে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেইসঙ্গে সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে ইংল্যান্ডও। এছাড়া গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তারা যে এবারের বিশ্বকাপেও ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউ জিল্যা্ন্ডের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড।
এই প্রসঙ্গে অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, “আমার মনে হয় ভারত ও পাকিস্তান এবারের সেমিফাইনালে পৌঁছবে। সেইসঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেরও এবারের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে। ভারতে আসের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের খেলা থেকে যথেষ্ট শিক্ষা নেবে অস্ট্রেলিয়া। এছাড়া বিশ্বকাপের আগে তারা ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ রয়েছে। আমি আশা করছি সেখানে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে নামবে। সেখানেই বুঝতে পারব তারা কোন জায়গায় রয়েছে”।
এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গদ আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ওডিআই বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টদের বেছে নিলেন অ্যাডাম গিলক্রিস্ট appeared first on CricTracker Bengali.