Quinton de Kock, Rassie van der Dussen and Aiden Markram. (Photo Source: MONEY SHARMA/AFP via Getty Images and SAJJAD HUSSAIN/AFP via Getty Images)
দুবার ওডিআই বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছলেও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। ইতিহাস গড়ে ২০২৩ সালের বিশ্বকাপে যাত্রা শুরু করল দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে বিশ্বকাপের মঞ্চে রানের ঝড় তুলল প্রোটিয়া বাহিনী। প্রথম দল হিসাবে বিশ্বকাপের মঞ্চে এক ইনিংসে তিনটি সেঞ্চুরীর রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে প্রোটিয়া বাহিনী। প্রথম ম্যাচেই কুইন্টন ডিকক, রাসি ফান ডার ডুসেন এবং এডেন মার্করামদের হাত ধরে রানের পাহাড়ে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ম়্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার। এবারের বিশ্বজয়ের লড়াইয়ে নেমে সেই রেকর্ড ভাঙার পাশাপাশি একত নতুন ইতিহাস তৈরি করল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ডেরও এক ইনিংসে তিনটি সেঞ্চুরীর রেকর্ড রয়েছে ওডিআই ফর্ম্যাটে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এমন রেকর্ড কেউই করতে পারেনি। এদিন প্রোটিয়া বাহিনী সেটাই করে দেখাল। ম্যাচের শুরু থেকেই উঠেছিল রানের ঝড়। সেই ঝড় যখন থামল সেই সময় দক্ষিণ আপ্রিকার ৫ উইকেটে ৪২৮।
রাসি ফান ডার ডুসেনের সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ করেছেন কুইন্টন ডিকক
বিশ্বকাপ জেতাই এবার পাখির চোখ দক্ষিণ আফ্রিকার। সেই লক্ষ্যে কোনওরকম খামতি রাখতে নারাজ টেম্বা বাভুমার দল। সেখানেই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল তারা। টস জিতে এদিন দাসুন শনাকা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল তা কুইন্টন ডিকক মাঠে নামার পরই বুঝতে পেরেছিলেন তিনি। বাভিুমা ৮ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন। শ্রীলঙ্কার প্রাপ্তি সেটুকুই। এরপর থেকেই মাঠে শুরু হয়েছিল কুইন্টন জিকক ও রাসি ফান ডার ডুসেনের বিধ্বংসী ইনিংস।
✅ The fastest century in Men’s World Cup history
✅ The highest innings total in Men’s World Cup history
All the records to fall from South Africa’s outstanding #CWC23 performance against Sri Lanka ⬇https://t.co/2pAvTldQIY
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023
২১০ রানের পার্টনারশিপ খেলেন তারা। ৮৪ বলে ১০০ রান করেই থামেন কিইন্টন ডিকক। তাঁর গোটা ইনংস জুড়ে রয়েছে ছয় ও চার। গোটা ম্যাচে তিনি ১২টি চার ও ৩টি ওবার বাউন্ডারি হাঁকিয়েছেন। তিনি ১০০ রানে থেমে গেলেও, দক্ষিণঁ আফ্রিকার রানের গতি সেখানে থামেনি। এরপপৃরই মাঠে আসেন এডেন মার্করাম। সেখানেই তাঁর ব্যাট থেকে ছিল রানের ঝড়। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরীর মালিক হয়েছেন এডেন মার্করাম। মাত্র ৪৩ বলে সেঞ্চুরী করেছেন তিনি।
মাত্র ৫৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন তিনি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১৪টি চার ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। একইসঙ্গে সেঞ্চুকরী ইনিংস খেলেছেন রাসি ফান ডার ডুসেনও। ১৩টি চার ও ২টো ছয় হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে সর্বোচ্চ ১০৮ রান করেছেন তিনি।
The post কুইন্টন ডিকক, মার্করাম ও ফান ডার ডুসেনদের সেঞ্চুরীতে বিশ্বকাপে ইতিহাস তৈরি দক্ষিণ আফ্রিকার appeared first on CricTracker Bengali.










