কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়

ডিসে. 2, 2023

Spread the love

Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

জল্পনা চললেও শেষপর্যন্ত রাহুল দ্রাবিড়কেই ভারতীয় দলের কোচট রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণার একদিন আগেই রাহুল দ্রাবিড়ের কোচ হিসাবে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল বিসিসিআইয়ের তরফে। বোর্ডের এই সিদ্ধান্তেই আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তে নাকি একেবারেই হতবাক হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত দেখে আপ্লুত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষরক্ষা করতে পারেনি ভারত। ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে এবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। এরপর থেকেই রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের কোচ থাকা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনা গিয়েছিল পরিবারকে সময় দেওয়ার জন্য নাকি ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে পারেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত বোর্ড কর্তাদের ডাকে সাড়া দিয়ে কোচের পদে থাকার চুক্তির মেয়াদ বাড়ানোতে সম্মতি দিয়েছেন রাহুল দ্রাবিড়। তাতেই আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীনই ভারতীয় দলের কোচ হয়েছিলেন তিনি। তাঁকে কোচ করার পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান যে অনস্বীকার্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। রাহুল দ্রাবিড় কোচের পদ থাকায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “রাহুল দ্রাবিড়ের ওপর তারা যে ঊভরসা দেখিয়েছেন তাতে এতটুকুও হতবাক নই আমি। আমি যখন বোর্ড সভাপতি ছিলাম সেই সময় তাঁকে কোচ হওয়ার জন্য রাজি করিয়েছিলাম। তাঁর চুক্তি যে নবীকরণ হয়েছে সেটা দেখেই আমি খুশি হয়েছি”।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে তাঁকেই ভারতীয় দলের কোচের পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি বাড়ানোর কথা রাজি হওয়ায় কার্যত আপ্লুত জয় শাহ ও রজার বিনি। আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ  শুরু হতে চলেছে ভারতীয় দলের। সেখানেও ডাগ আউটে মিস্টার ডিপেন্ডেবলকেই দেখা যাবে।

২০২১ সালের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়েই এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপেও ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। এবার রাহুল দ্রাবিড় টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটাই দেখার।

The post কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador