Litton Das. ( Image Source: X/Twitter )
সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করায় ক্ষমা চাইলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। ১৯ অক্টোবর পুণেতে ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এই ম্যাচ যে বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি লিটন দাস। একটি ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচই রান করতে পারেননি তিনি। তার মাঝেই গত রবিবার এক সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
আর সেই ঘটনা নিয়েই নতুন বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে এমন ব্যবহার করার ফলে তাঁকে নিয়ে নিন্দার ঝড় উঠেছিল বাংলাদেশ ক্রিকেট মহলে। পরিস্থিতি জটিল বুঝতে পেরে নিজেই সেই ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় নেমে পড়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সোমবারই সোশ্যাসল মিডিয়ায় একটি বিবৃি জারি করে ক্ষমা চেয়ে নিয়েছেন লিচন দাস। যদিও তাতে বিতর্ক কতটা কমে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
বিশ্বকাপের মঞ্চে তিন ম্যাচ খেলে মাত্র ৮৯ রান করতে পেরেছেন লিটন দাস
রবিবার বাংলাদেশের টিম হোটেলে লবিতে সাংবাদিকদের থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন লিটন দাস। বিশেষ করে সেখানে থাকা সাংবাদিকদের তাদের ছবি তোলা নিয়েও যথেষ্ট আপত্তি ছিল তাঁর। এরপরই নাকি নিরাপত্তা আধিকারিকের কাছে গিয়েছে নিজের অভিযোগ জানিয়েছেন লিটন দাস। সেই সময় ছবি তুলছিলেন সাংবাদিকরা। লিটন দাসের এমন ব্যবহারের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। সেইসঙ্গেই বাংলাদেশের মিডিয়াতে লিটন দাসকে নিয়ে শুরু হয়েছিল নিন্দার ঝড়।
পরিস্থিতি খারাপ দেখার পর নিজে এবার ক্ষমা চেয় নিলেন লিটন দাস। তিনি জানিয়েছেন, “গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অকাঙ্খিত ঘটনার জন্য আমি একান্তভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি যে সেখানে এত গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল। হঠাত্ করে ঘটে যাওয়া এমন ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই অত্য়ন্ত শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য”।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি লিটন দাস। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ খেলে ৮৯ রান করেছেন লিটন দাস। সেখানে একটি ম্যাচেই লিটন দাস করতে পেরেছিলেন ৭৬ রান। এবার ভারতের বিরুদ্ধে নামতে চলেছে তারা। সেখানেই লিটন দাসের ব্যাট থেকে বড় রান দেখা যায় কিনা সেটাই জেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post খারাপ ব্যবহারের জন্য সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস appeared first on CricTracker Bengali.










