Tamim Iqbal. (Photo Source: BCB)
চুক্তি থেকে ফের নিজের নাম বাদ দেয়ার অনুরোধ করলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। বিশ্বকাপের সময় দল থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম তুলে নেওয়ার অনুরোধ করলেন এই ৩৪বছর বয়সী ক্রিকেটার।
বোর্ড এবং দল পরিচালন সমিতির সঙ্গে ঝামেলা হয়েছিল এমনটাই শোনা গেছে। বিশ্বকাপ পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ডামাডোলের মধ্যেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধ জানালেন তামিম ইকবাল। তিনি জানান বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে এই বিষয়ে তার দীর্ঘ কথোপকথন হয়েছে। তার পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করেছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে নাজমুল বেশ ব্যস্ত রয়েছেন। তাই আলোচনা আর নতুন করে আগে এগোয়নি।
বিশ্বকাপ শেষ হওয়ার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছিল বাংলাদেশ দলের। বর্তমানে একদিনের সিরিজেও অংশ নিয়েছে বাংলাদেশ। সেখানেও তামিমকে দীর্ঘ সময় অনুপস্থিত থাকতে দেখা গেছে। অবসর ভেঙে ভবিষ্যতে ফিরেও তিনি আসতে পারেন এমনটা শোনা যাচ্ছে। কিন্তু তিনি কি আর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেবেন। সেই প্রশ্ন এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। বাংলাদেশ বোর্ডের এক কর্তা ওয়েবসাইটে সাফ জানিয়েছেন,
‘তামিম জানিয়েছে যে ওর নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। তাই ও কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত এই মুহূর্তে করতে চাইছে না।’
ওই কর্তার সংযোজন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে তামিমের বৈঠক করার কথা রয়েছে। আগামী দিনে তার সিদ্ধান্ত কি হতে চলেছে সেই বিষয়টাই সে সভাপতিকে জানাবে। কিন্তু বাংলাদেশ জুড়ে চলা নির্বাচনের কারণে সেই বৈঠক আপাতত হচ্ছে না। যতদিন না এই বৈঠক হচ্ছে ততদিন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
গত নভেম্বরেও নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেন পাপানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের এই ওপেনার ব্যাটসম্যান জানিয়েছিলেন, ‘ বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে হয়েছিল। আমি সব সময় ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমার যাবতীয় সিদ্ধান্ত সকলকে জানিয়েই আসতেই পছন্দ করি। অনেকদিন দেশে অনুপস্থিত ছিলাম। তাই এই মুহূর্তে দেশে ফিরে এসে বোর্ড প্রধানের সঙ্গে আগে কথা বললাম। আমি এই বয়সে নিজের ক্যারিয়ারকে অহেতুক টানতে চাই না। তবে জানুয়ারি পর্যন্ত অবশ্যই অপেক্ষা করে যেতে চাই। আজকেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতাম। তবে বিপিএল খেলার পরে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে চিন্তা করতে চাই। তাই ওই টুর্নামেন্ন্টের পর আরেকবার বৈঠক করবো।’
The post চুক্তি থেকে ফের নিজের নাম বাদ দেয়ার অনুরোধ করলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল appeared first on CricTracker Bengali.