Wanindu Hasaranga. (Photo Source: Twitter)
চোটের জন্য এবারের এশিয়া কাপে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর মতো তারকা ক্রিকেটারের অনুপস্থিতির অভাবটা ভালবাবেই টের পেয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। এবার বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে শ্রীলঙ্কা। শোনাযাচ্ছে সেই স্কোয়াডে নাকি ওয়ানিন্দু হাসারঙ্গাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছে শ্রীলঙ্কা। চোট থাকা সত্ত্বেও ওয়ানিন্দু হাসারঙ্গাকে দলে রাখছেন তারা। যদিও শেষপর্।ন্ত তিনি দলের হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন।
এশিয়া কাপের মঞ্চে ফাইনালে পৌছলেও শেষরক্ষা করতে পারেনি শ্রীলঙ্কা। ভারতের কাছে বিশ্হীভাবেই হারতে হয়েছিল শ্রীলঙ্কা শিবিরকে। বিশ্বকাপের আগে সেই পারফরম্যান্স যে শ্রীলঙ্কা শিবিরকে খানিকটা হলেও চিন্তায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিশ্বকাপেরক প্রাথমিক দলে ওয়ানিন্দু হায়াসঙ্গা ছিলেন না। সেই থেকেই একটা গুঞ্জন সুরু হয়েছিল। তবে বিশ্বকাপের আগে খানিকটা হলেও স্বস্তির খবর শ্রীলঙ্কা শিবিরে। তবে হাসারঙ্গা ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এশিয়া কাপের মঞ্চে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারঙ্গা
বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেই এবার দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর হাত ধরেই কার্যত প্রথমবার লঙ্কা প্রিমিয়ার লিগে জিতে নিয়েছে বি লাভ ক্যান্ডি। কিন্তু তার মাঝেই শ্রীলঙ্কা শিবিরে দেখা গিয়েছে নতুন সমস্যা। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা শিবির। এই চোটের জন্য এশিয়া কাপের মঞ্চে নামতে পারেননি তিনি। সেই চোটই তাঁর বিশ্বকাপের মঞ্চেও নামা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।
বিশ্বকাপের প্রাথমিক দলেও ওয়ানিন্দু হাসারঙ্গাকে না রেখেই দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। কিন্তু হঠাত্ই বিশ্বকাপের মঞ্চে ওয়ানিন্দু হাসারঙ্গাকে ফেরানোর একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এবার বিশ্বকাপের মঞ্চে তাঁকে দলে রাখা হবে। একইসঙ্গে চোট থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা শিবিরে ফেরানো হতে পারে মহিশ থিকসানাকেও।
তবে ওয়ানিন্দু হাসারঙ্গা কোন ম্যাচে শ্রীলঙ্কার জার্সিতে মাঠে নামবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে দলের সঙ্গে দুজন স্ট্যান্ডবাই ক্রিকেটারও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা সাফল্য পায় কিনা সেটাই দেখার।
The post চোট থাকলেও বিশ্বকাপে স্কোয়াডে ফিরতে চলেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা appeared first on CricTracker Bengali.