Shreyas Iyer. (Photo Source: Twitter)
খানিকটা হলেও স্বস্তির খবর ভারতীয় শিবিরে। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে থাকলেও শীঘ্রই ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীনই ছিটকে গিয়েছিলেন এই তারকাা ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন্ বিশ্বকাপে ভারতীয় দলে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেখানেই এবার ব্াট হাতে নেট সেশনে বারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শে,পর্।ন্ত কী হয় সেদিকেই তাকিয়ে এখন সকলে।
এবারের বর্ডার গাভাসতকর ট্রফির শেষ টেস্টে নামার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই তাঁকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শ্রেয়স আইয়ার আইপিএলের মঞ্চে খেলবেন কিনা তা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত কী হয় তা নিয়েই নানান কথাবার্তা চলছিল। শেষপর্।ন্ত ইপিএল খেলার ঝুঁকি নিতে পারেননি তিনি। এবারের আইপিএলে শ্রেয়স আইয়ারপকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সেই সময়ই অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আইয়ারের।
চোটের জন্য আইপিএলের মঞ্চেও নামতে পারেননি শ্রেয়স আইয়ার
শুধুমাত্র আইপিএলই নয়, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নামতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁকে ছাড়াই সেই ম়্চে খেলেছিল টিম ইন্ডিয়া। এই বছরই ভারকতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেখানে শ্রেয়স আইয়ার খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত একটা জল্পনা রয়েছে। তার আগে এশিয়া কাপও রয়েছে। সেখানেও শ্রেয়স আইয়ারের খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। তবে এই তারকা ক্রিকেটারের নেটে প্রস্তুতি শুরু করাটা কিন্তু খানিকটা হলেও স্বস্তির একটা বার্তা দিচ্ছে ভারতীয় শিবিরের কাছে।
Good News : 🚨🚨
Mr ODI #ShreyasIyer is back.. 🔥
Latest reports have claimed that Shreyas Iyer will be 100% fit for the World Cup. He might play in the Asia Cup as well. pic.twitter.com/s7wnqRcOdq
— 🤶 (@hrathod__) July 11, 2023
বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় শিবির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে চটিম ইন্ডিয়া। যদিও সেখানে ভারতীয় শিবিরে নেই শ্রেয়স আইয়ার। এরপর ভারতীয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামলে, সেখানেও শ্রেয়স আইয়ারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এখনও পর্যন্ত দেশের হয়ে ৪২টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রেয়স আইয়ার। সেখানে বেশ সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছেন তিনি। ৪২টি ওডিআই ম্যাচ খেলে শ্রেয়স আইয়ারের ব্যাটে রয়েছে ১৬৩১ রান। একইসঙ্গে শ্রেয়স আইয়ারের গড় রয়েছে ৪৬.৬০। তবে এই মুহূর্তে কোমড়ের চোটের জেরে ভারতীয় দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। কিন্তু এই তারকা ক্রিকেটারের নেটে ফেরাটা যে ইতিবাচক একটা ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না।
The post চোট সারিয়ে ব্যাট হাতে নেট সেশনে শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.