জায়গা হারানোর ভয়ে ছুটিই নিতে পারি না, মন্তব্য নাসিম শাহের

মার্চ 8, 2024

Spread the love

Naseem Shah. Photo Source: (Surjeet Yadav/Getty Images)

বিশ্রাম বিতর্ক পাকিস্তান ক্রিকেটে। জায়গা হারানোর ভয়ে ছুটিই নিতে পারি না, এমনটাই মন্তব্য দলের অন্যতম পেসারের। পাকিস্তান সুপার লিগ চলাকালীন বিশ্রাম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাক পেসার নাসিম শাহ। বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে সেই ভাবে পাওয়া যায়নি তাকে। চোট সারিয়ে দলে ফিরে পাকিস্তান সুপার লিগ খেলছেন। এরমধ্যেই তার গলায় শোনা গেলো বোর্ডের প্রতি খানিক অভিযোগের সুর।

পাকিস্তান ক্রিকেট যেভাবে চলে তাতে কখনোই বিশ্রাম নেওয়া যায় না। এমনটাই আক্ষেপ নাসিম শাহের গলায়। বর্তমানে সম্পূর্ণরূপে তিনি ব্যস্ত রয়েছেন পাকিস্তান সুপার লিগে। গত বছর অক্টোবর মাসে কাঁধে অস্ত্রোপচার হয় নাসিমের। চোটের কারণে পাঁচ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন এই পেসার। এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিবৃতি দেন, ‘ পাকিস্তান ক্রিকেটটা অন্যরকম ভাবে চলে। এখানে নতুনরা ভালো খেললে দলের প্রধান বোলারদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। জায়গা হারানোর ভয় তৈরি হয় প্রত্যেকের মনে। বিশ্রাম নিলে মনে হয় পরের ম্যাচে বাদ পড়তে হবে না তো? এই ভয়ের কারণেই কেউ বিশ্রাম নিতে সাহস পায় না। আমি বিশ্রাম নিলে হয়তো চিরদিনের জন্য দল থেকে নিজের জায়গা চলে যেতে পারে।’ নাসিম মনে করেন দলের মধ্যে এমনটা হওয়া কখনোই উচিত নয়। শরীর কতটা পারবে সেটা বুঝে প্রত্যেকটি খেলোয়াড়ের ম্যাচ খেলা উচিত।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় বোলিং কোচ বা ফিজিওদের ঠিক করে দেওয়া উচিত, একজন বোলার সর্বাধিক একটি মরসুমে কটা ম্যাচ খেলবে। তাহলেই সব ফরম্যাটে ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের খেলানো সম্ভব হয়। কিন্তু পাকিস্তানে এসব হয় না। এটা কোনোদিনই পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি নয়।’

নিজের চোট প্রসঙ্গেও বক্তব্য রাখেন নাসিম শাহ। তিনি বলেন, ‘ আমার চোট কতটা সেটা আমি আগে বুঝে উঠতে পারিনি। শক্ত হয়ে গিয়েছিল কিছুদিন কাঁধটা। তবে ওয়ার্ম আপ করলে আবার ঠিক হয়ে যাচ্ছিল। তাই বিষয়টিকে বিশেষ পাত্তা দিইনি। না বুঝেই দীর্ঘদিন খেলা চালিয়ে গেছিলাম। এশিয়া কাপের সময় যখন পেশীতে চোট লাগে, তখন গুরুত্বটা বুঝতে পারি। মনে হচ্ছিল ভিতরে কিছু একটা ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচারের সময় জানতে পারি, পেশির অংশের ৪-৫ সেন্টিমিটার ছিঁড়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে শেষ ওভারটা যখন বোলিং করছিলাম, তখনই এই ঘটনাটি ঘটে।’ কিছুদিন আগেই ছুটি চেয়ে পাকিস্তান ক্রিকেটের বোর্ড কর্তা ওয়াহাব রিয়াজের রোষের মুখে পড়েছেন হ্যারিস রউফ। এবার নাসিম শাহর এহেন বিবৃতি, পাকিস্তান ক্রিকেটের উত্তাপ খানিক বাড়িয়ে দিল এ কথা বলাই যায়। 

The post জায়গা হারানোর ভয়ে ছুটিই নিতে পারি না, মন্তব্য নাসিম শাহের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador