Sikandar Raza. (Photo Source: Twitter)
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর বাছাইপর্বে রুয়ান্ডার মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। এই ম্যাচে একটি বিশেষ রেকর্ড করেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকন্দর রাজা। জিম্বাবুয়ের প্ৰথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি। মহম্মদ নাদির, জ্যাপি বিমেনিমানা এবং এমিল রুকিরিজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর মাধ্যমে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জিম্বাবুয়ের এই ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। উল্লেখযোগ্যভাবে, ব্যাটিং এবং বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে রুয়ান্ডাকে ১৪৪ রানে হারাতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল জিম্বাবুয়ে।
প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব ভালোভাবে করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার সিকন্দর রাজা এবং তাদিওয়ানাশে মারুমনি মিলে ৯৯ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। রাজা ৩৬ বলে ৫৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৪টি ছয় মারেন। অন্যদিকে, মারুমনি ৩১ বলে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়।
নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস যথাক্রমে ১৫ বলে ১৮ রান এবং ১৪ বলে ২২ রান করেন। রায়ান বার্ল ৫টি চার এবং ৩টি ছয় সহ ২১ বলে অপরাজিত ৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। লুক জংউই ৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ২১৫ রান করে জিম্বাবুয়ে। ইমানুয়েল সেবারেমে ২টি উইকেট শিকার করেন। জ্যাপি বিমেনিমানা এবং ক্লিনটন রুবাগুম্যা ১টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের বোলারদের দাপটে ধরাশায়ী হয় রুয়ান্ডা
রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায় রুয়ান্ডা। রিচার্ড নাগারভা এবং সিকন্দর রাজা যথাক্রমে ৩ ওভারে ১১ রান এবং ২.৪ ওভারে ৩ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। রায়ান বার্ল ৪ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি এবং কার্ল মুম্বা যথাক্রমে ৩ ওভারে ১০ রান এবং ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি করে উইকেট পান।
পয়েন্ট টেবিলে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে, নামিবিয়া, উগান্ডা এবং কেনিয়া যথাক্রমে প্ৰথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলতে হলে জিম্বাবুয়েকে অসাধারণ কিছু করে দেখাতে হবে।
The post জিম্বাবুয়ের প্ৰথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করলেন সিকন্দর রাজা appeared first on CricTracker Bengali.










