Axar Patel. (Photo Source: BCCI)
ওডিআই বিশ্বকাপের ফলাফল এখন অতীত। আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই নামার প্রস্তুতি এখন থোক শুরু করে দিতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে টিম ইন্ডয়া। বিশ্বকাপের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। এই সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করছেন তিনি। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য প্রস্তুত রয়েছেমন েই তারকা ক্রিকেটার। তারা সকলেই যে এই দলে থাকার জন্য প্রস্তুত সেই বার্তাই ম্যটে নামার আগে দিলেন অক্ষর পটেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্চি সিরিজে ভাতীয় দলের সিনিয়র সদস্য়দের বিশ্রাম দেওয়া হয়েছে। কার্।ত অস্ট্রেলি.ার বিরুদ্ধে তরুণ দলই মাছে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই শেষপর্।ন্ত কী হয় তা তো সময়ই বলবে। েই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের ভার রয়েছে সূর্যকুমার যাদবের ওপর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিতেই টি টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে নিজেদের যাত্রা শুরু করার লক্ষ্যে রয়েছেন অক্যর পটেলরা।
চোটের জন্য এবারের ওডিআই বিশ্বকাপের দলে সুযোগ পাননি অক্ষর পটেল
ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন। ওডিআই বিশ্বকাপের দলে তাঁরক জায়গা না হলেও, টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জা.গা পাকা করাই এখন প্রধান লক্ষ্য অক্ষর পটেলের। সেই প্রতিযোগিতায় নামার আগে যে খুব একটা বেশী সময় তিনি পাবেন না তা বলাই বাহুল্য । সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আদে ১০ থেকে ১১ টি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুয়োগ পাবেন তারা। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে সজায়গা পাকা করতে চান অক্ষর পটেল। শেষপর্যন্ত তা হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
জিও সিনেমায় অক্যর পটেল জানিয়েছেন, “সকলেই জানেন যে বিশ্বকাপের ফাইনালে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে তরুণ দল নিয়ে মাঠে নামছে ভারত। আমরা যে এই দলেই থাকতে পারি সেটাই প্রমাণ করার লক্ষ্যে রয়েছে সকলে। এই দলের সকলের মধ্যেই এনার্জির কোনও খামতি নেই। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার জন্য আমাদের সকলের কাছেই ১০ থেকে ১১টি ম্যাচ সময় রয়েছে”।
অস্ট্রেলিয়ার পর ভারতের সামনে রয়েছে আফগানিস্তা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন এক লড়াই। সেখানেই ভারত সাফল্য পায় কিনা সেটাই দেখার।
The post টি২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা করার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন অক্ষর পটেল appeared first on CricTracker Bengali.










