RCB vs DC. (Photo Source: Twitter/X)
১০ই মার্চ, রবিবার, ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৭তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দিল্লি ক্যাপিটালস তাদের আগের ম্যাচটিতে ইউপি ওয়ারিয়র্জের (ইউপিডব্লু) কাছে মাত্র ১ রানে পরাজিত হয়েছিল। এই ম্যাচটিতে ইউপিডব্লু আগে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তুলতে সক্ষম হয়েছিল। দীপ্তি শর্মা ৬টি চার এবং ১টি ছয় সহ ৪৮ বলে ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। অধিনায়ক অ্যালিসা হিলি ৩০ বলে ২৯ রান করেছিলেন। অন্যদিকে, তিতাস সাধু এবং রাধা যাদব যথাক্রমে ৩ ওভারে ২৩ রান এবং ৩ ওভারে ১৬ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন।
রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে গিয়েছিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দল। ডিসির হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক স্বয়ং। তিনি ৪৬ বলে ৬০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার। তবে তাঁর ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি বাদে দিল্লির আর কোনো ব্যাটার ২০ রানের গন্ডি স্পর্শ করতে পারেননি। ব্যাটের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন দীপ্তি শর্মা। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছিলেন এবং এর বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন। সায়মা ঠাকুর এবং গ্রেস হ্যারিস যথাক্রমে ৪ ওভারে ৩০ রান এবং ০.৫ ওভারে ৮ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেছিলেন।
পিচ কন্ডিশন
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ব্যাটারদের জন্য খুবই ভালো। তবে মাঝের দিকের ওভারগুলিতে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ব্যাটাররা একবার সেট হয়ে গেলে তারা খুবই দ্রুতগতিতে রান করতে পারবেন। এখানে ১৬০-১৭০ ভালো রান হিসেবে গণ্য হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালস
মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি বর্মা, অ্যালিস ক্যাপসি, জেমিমাহ রড্রিগেস, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসেন, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শিখা পান্ডে, তিতাস সাধু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
সাব্বিনেনি মেঘনা, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), এলিস পেরি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), সোফি ডিভাইন, সোফি মোলিনাক্স, জর্জিয়া ওয়্যারহাম, একতা বিষ্ট, সিমরন বাহাদুর, আশা শোভনা, রেণুকা ঠাকুর সিং।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: হেড টু হেড
ম্যাচ – ৩ | ডিসি – ৩ | আরসিবি – ০
সম্প্রচার বিবরণী
ম্যাচ – দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
সময় – সন্ধে ৭:৩০
টেলিভিশন সম্প্রচার – স্পোর্টস ১৮
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা
The post ডব্লুপিএল ২০২৪, ম্যাচ ১৭, দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.