Rohit Sharma. ( Image Source: Twitter )
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এবারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর এখনও পর্যন্ত একবারও ওডিআই ফরম্যাটের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রফিটি জিততে পারেনি ভারতীয় দল। ২০১৫ এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ থেকে ভারত যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল। দুইবারই সেমিফাইনালে গিয়ে হেরেছিল ভারত।
আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে আকাশ চোপড়া ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন। ওডিআই ক্রিকেটে ১০০০০ রান পূরণ করার খুব কাছাকাছি রয়েছেন রোহিত। একদিনের ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ২৪৩টি ম্যাচ খেলেছেন এবং ৯৮২৫ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে রোহিত শর্মা ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, “আসুন অধিনায়ক দিয়ে শুরু করা যাক। তার নাম নিন এবং বিতর্ক শেষ। খেলোয়াড়ের নাম রোহিত শর্মা। মজার বিষয় হল, তিনি ১০০০০ রানের মাইলফলক থেকে খুব বেশি দূরে নন। আমরা তার যথেষ্ট প্রশংসা করিনি, যা আমাদের একটি ভুল।”
তিনি আরও বলেন, “তিনি সাদা বলের ক্রিকেটের একজন নিখুঁত কিংবদন্তি কিন্তু তিনি আলোচনা বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারেননি। এর কারণ কি? আমি সেই আলোচনায় যাব না কিন্তু সত্য হল রোহিত শর্মা হলেন একজন দুর্দান্ত ম্যাচ উইনার।”
“গত বিশ্বকাপে তিনি পাঁচটি সেঞ্চুরি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও ভারত জিততে পারেনি” – আকাশ চোপড়া
ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রোহিত শর্মা। তিনি সেই বিশ্বকাপে ৫টি শতরান করেছিলেন। আকাশ চোপড়া নিজের বক্তব্যে এই কথাটির উল্লেখ করেছেন। এবারের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে শুভমন গিলকে দেখা যেতে পারে। আসন্ন বিশ্বকাপের ট্রফিটি ভারত জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
আকাশ চোপড়া বলেন, “গত বিশ্বকাপে তিনি পাঁচটি সেঞ্চুরি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও ভারত জিততে পারেনি। তাই এটি তার ভুল ছিল না, তিনি প্রচুর রান করেছিলেন এবং তাও ইংল্যান্ডে। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক এবং ওপেনার, তিনি এবারেও বড় কিছু করবেন বলে আশা করা যায়।”
The post “তার নাম নিন এবং বিতর্ক শেষ” – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে রোহিত শর্মার প্রশংসা করলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.