Aakash Chopra. (Photo Source: Facebook)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যে টেস্ট সিরিজ মাত্র দুই ম্যাচের হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ২৬শে ডিসেম্বর, মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত। এই ম্যাচটি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।
এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজটি ১-১ ড্র করেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এরপর, কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। এই সিরিজটিতেও প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন এডেন মার্করাম। প্ৰথম টেস্ট ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে টস বিলম্বিত হয়েছিল। সেই কারণে খেলাও নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা দেরিতে শুরু হয়েছে।
জিও সিনেমায় আকাশ চোপড়া বলেন, “তিন ম্যাচের সিরিজের চেয়ে কম ম্যাচের সিরিজ টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর। টেস্ট ক্রিকেটকে রক্ষা করা এবং এর অভিভাবক হওয়ার বিষয়ে সমস্ত কথা বলার মানে এই নয় যে আমরা যা যা প্রয়োজন তা করছি। আমাদের কথা বলতে হবে। আমরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছি কারণ একটি ম্যাচ খেললে সেটিকে সিরিজ বলা যাবে না। এটিতে ন্যূনতম দুটি ম্যাচ থাকতেই হবে। সুতরাং, এটা ঠিক সেই ন্যূনতম প্রতিশ্রুতি পূরণ করে চলে যাওয়ার মতো।”
“আপনারা বলছেন টেস্ট ক্রিকেট সর্বোচ্চ, তাহলে এটিকে প্রাপ্য মর্যাদা দিন” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া বলেছেন যে বাকি সেনা দেশগুলির সাথে ভারত যখন পাঁচটি টেস্ট ম্যাচ খেলে তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাদের একই সংখ্যক টেস্ট ম্যাচ খেলা উচিত। তিনি মনে করছেন যে এটি প্রোটিয়াদের জন্য ক্ষতিকর।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আপনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি খেলেছেন। দক্ষিণ আফ্রিকা তৃতীয় প্রধান দল। কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকার ক্ষতি করছি। আমরা দুই ম্যাচের সিরিজ খেলে টেস্ট ক্রিকেটের ক্ষতি করছি। আপনারা বলছেন টেস্ট ক্রিকেট সর্বোচ্চ, তাহলে এটিকে প্রাপ্য মর্যাদা দিন।”
উভয় দলই প্ৰথম ম্যাচটি জিতে নিয়ে সিরিজে এগিয়ে যেতে চাইবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্ৰথম ম্যাচটি জিতে গেলে সিরিজ হারের ভয় থাকবে না। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল প্ৰথম ম্যাচের প্ৰথম ইনিংসে কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post “তিন ম্যাচের সিরিজের চেয়ে কম ম্যাচের সিরিজ টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর” – আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.