BCCI LOGO. ( Image Source: Twitter )
৩০শে নভেম্বর, বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০, ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। উল্লেখযোগ্যভাবে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-২০ এবং ওডিআই সিরিজে খেলবেন না। তারা দুজনেই টেস্ট সিরিজে কামব্যাক করবেন।
ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। অন্যদিকে, টি-২০ সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। বিসিসিআই নিশ্চিত করেছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিরতির জন্য অনুরোধ করেছিলেন।
১০ই ডিসেম্বর, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত। এটিই হল এই সফরের প্ৰথম ম্যাচ। তিনটি টি-২০ ম্যাচ শেষ হওয়ার পর তিন ম্যাচের ওডিআই সিরিজটি শুরু হবে এবং শেষমেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফরটি শেষ হবে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে হারের পর অনেকেই এই সফরে কামব্যাক করবেন
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পর এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এই সিরিজটিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার মতো মার্কি খেলোয়াড়রা খেলছেন না। তাদের আবার দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে দেখা যাবে। অন্যদিকে, মহম্মদ শামির নাম টেস্ট দলে থাকলেও তার উপস্থিতি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যদি সময়মতো ফিট হয়ে যান তাহলে তিনি টেস্ট সিরিজে খেলবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ইশান কিষান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রুতুরাজ গায়কওয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষান (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি*, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ।
The post দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল ভারত, টি-২০ এবং ওডিআই সিরিজে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.










