Delhi air polution. ( Image Source: Twitter )
আগামী ৬ নভেম্বর বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে বাংলাদেশ। সোমবার সেই ম্যাচে নামার আগে হঠাত্ই অনুসীলন বাতিল করতে হল বাংলাদেশকে। দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে তারা। কিন্তু অত্যাধিক বায়ুদূষণের কারণে শেষপর্যন্ত প্রস্তুতি বাতিলের সিদ্ধান্তই নিতে হল বাংলাদেশ ক্রিকেট বাহিনীকে। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে বিশ্বকাপে ডিততে পেরেছে তারা। শেষ কয়েকটি ম্যাচ নিয়মরক্ষার হলেও, সোখানে জিতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে চায় বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের আগেই প্রস্তুতিতে নামতে পারল না বাংলাদেশ ব্রিগেড।
আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লিতে নামার কথা রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচ খেলার উদ্দেশে গত বুধবারই দিল্লি পৌঁছে গিয়েছে বাংলাদেশ বাহিনী। শ্রাীলঙ্কার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির জন্য তিনটি প্রস্তুতি শিবির রেখেছিল বাংলাদেশ। এই শুক্রবার তেকেই প্রস্তুতিতে নামার কথা ছিল তাদের। কিন্তু দিল্লির অতিরিক্ত বায়ুদূষণের ফলে শেষপর্যন্ত প্রস্তুতি বাতিল করতে বাধ্য হল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের অসুস্থতার হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
আগামী ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ
আগামী দুই দিনই প্রস্তুতি সারবে তারা। এই মুহূর্তে দিল্লিতে বায়ূদূষণ নিয়ে ইমার্জেন্সি জারি রয়েছে। নির্ধারিত মাপের থেকে সেখানে দূষণের পরিমান অনেক বেশী রয়েছে। প্রায় ৪০০ রয়েছে দূষণের পরিমান। সেখানেই ক্রিকেটারদের শারীরিক সুরক্ষার কখা চিন্তা করেই শেষ পর্যন্ত এদিনের অনুসীলন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা অনুশীলনে নামলে তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন সকলে। শুক্রবার সন্ধে ৬ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত অনুশীলনের সূচী ছিল বাংলাদেশের।
বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, “আজ আমাদের অনুশীলনের সূচী ছিল। কিন্তু এত খারাপ আবহাওয়ার জন্য অনুশীলনের ঝুঁকি নেই নি। আমাদের হাতে আরও দুটো দিন রয়েছে প্রস্তুতির জন্য। আমাদের কয়েকজন ক্রিকেটারের কাশী রয়েছে। এই পরিস্থিতিতে অনুসীলনে নামাটা ঝুকি হয়ে যেত। এই মুহূর্তে কেউ অসুস্থ হয়ে পরুক সেটা আমরা চাই না। আমরা জানি না যে এই পরিস্থিতিত উন্নতি হবে কিনা। তবে আমাদের আরও দুটো দিন প্রস্তুতির সূচী রয়েছে। আগামী ৬ নভেম্বর আমাদের সমস্ত ক্রিকেটারদের সুস্থভাবে চাই”।
দিল্লি ও মুম্বইয়ের বায়ুদূষণের জন্য ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে এই দুই স্টেডিয়ামে ম্যাচের পর বাজী প্রদর্শনীর ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। কিন্তু এমন ভাবে বায়ুদূষণের পরিমান বাড়তে থাকলে শেষপর্যন্ত ৬ নভেম্বর খেলা হবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।
The post দিল্লিতে বায়ুদূষণের জেরে অনুশীলন বাতিল বাংলাদেশের appeared first on CricTracker Bengali.










