দূর্ঘটনার একবছর পার, ঋষভ পন্থের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিল্লি ক্যাপিটালসের

ডিসে. 30, 2023

Spread the love

Rishabh Pant. ( Photo Source: X(Twitter)

২০২২ সালের শেষে এক  ভয়ঙ্কর ঘটনা সকলকে চমকে দিয়েছিল। ভয়ঙ্কর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। সেই বিভীষিকা এখনও পর্যন্ত ভুলতে পারেনি কেউই। এখনও পর্যন্ত মাঠের বাইরে রয়েছে ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। সেই অভিশপ্ত দিনেরই একবছর সম্পূর্ণ হল। ঋষভ পন্থের উদ্দেশ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরের তরফে এক বিশেষ বার্তা। এবার শুধুই ক্রিকেট মাঠে ঋষভ পন্থ ২.০ দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের তরফে। সেই ভয়ঙ্কর দূর্ঘটনার পরও ঋষভ প্নথ ভেঙে পড়েননি। ক্রমশ একটা লড়াই চালিয়ে গিয়েছে।  মাঠে ফেরার এক অদম্য ইচ্ছা ক্রমশই ঋষভ পন্থকে এগিয়ে দিয়েছে। তাঁর নিজের ওপর বিশ্বাসও সকলকে মুগ্ধ করেছে। এবার সেই ঋষভ পন্থেরই মাঠে ফেরার অপেক্ষা। সেই দূর্ঘটনার একবছর পূর্ণের দিনই তাঁকে নিয়ে বিশেষ বার্তা দিল দিল্লি ক্যাপিটালস শিবির। এবার ঋষভ পন্থ ২.০ দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সেই বিশেষ বার্তা

365 Days since that fateful night.

Every day since then has been nothing but full of gratitude, belief, self-care, hardwork and a never-give-up approach towards making a roaring comeback in the game that runs thick through his veins 🫰🏻

Here’s to seeing the unorthodox,… pic.twitter.com/y5TD35RCrS

— Delhi Capitals (@DelhiCapitals) December 30, 2023

গতবছরের শেষেই চোট গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি এই তাকা ক্রিকেটারকে। বহুদিন ধরেই অবশ্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এসবের মাঝেই কলকাতায় এসেছিলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শুরু হয়ে গিয়ছিল নানান জল্পনা।   নিলামে।

শেষ মরসুমটা দিল্লি ক্যাপিটালসের একেবারেই ভাল যায়নি। ৯ নম্বরেই থামতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষবার ঋষভ পন্থ খেলতে পারেনি তাদের হয়ে। ডেভিড ওয়ার্নারের কাঁধে ছিল নেতৃত্বের ভার। এবার ঋষভ পন্থ ফিরলে যে তিনিই ফের অধিনায়ক হবেন তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলের নিলামে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। সেটাই দিল্লি ক্যাপিটালস সমর্থকদের আশা বাড়ানোর জন্ যথেষ্ট।

এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। জিম সেশনের পাশাপাশি ইতিমধ্যে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। চোট সারিয়ে তিন কার্যত ফিট। এখন শুধুই ঋষভ পন্থের মাঠে ফেরার অপেক্ষা।

The post দূর্ঘটনার একবছর পার, ঋষভ পন্থের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিল্লি ক্যাপিটালসের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador