IND vs ENG. (Photo Source: Twitter/BCCI)
আর মাত্র কয়েকদিন রয়েছে। এরপরই শেষ হবে ২০২৩ সাল। গোটা বিশ্ব এই মুহূর্তে নতুন বছঠরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। নতুন বছরে সকলের সামনেই রয়েছে নতুন চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেট দলও যে তার অন্যথা নয় তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। পুরনো বছরের ম্যাচের ফলাফল ভুলে এবার ভারতের সামনেও রয়েছে নতুন বছরের চ্যালেঞ্জের হাতছানি। ২০২৪ সালেও ভারতীয় দলের সামনে রয়েছে একের পর এক সিরিজ।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল দীর্ঘ সফরে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি, ওডিআই ও টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ইতিমধ্যেই টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলা হয়ে গিয়েছে ভারতের। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টিসিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ওডিআই সিরিজ জিতে নিয়েছেন লোকেশ রাহুলরা। এবার তাদের সামনে রয়েছে টেস্ট সিরিজের হাতছানি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সেই টেস্ট সিরিজ।
নতুন বছরেও সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দিয়েই নচুন বছরে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। এই বছরই ভারতের সামনে রয়েছে একের পর এক নতুন চ্যালেঞ্জ। সেইসঙ্গে ২০২৪ সালেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও ভারতীয় দলের সামনে রয়েছে আরও অনেকগুলো সিরিজের চ্যালেঞ্জ। সেদিকেই দেখে নেওয়া যাক।
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ
আগামী বছরই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ১৬ বছরের খরা কাটাতে এবার মরিয়া হয়ে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আগামী জুন মাসের শুরুতেই হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে নামার প্রস্তুতিই এখন থেকে শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের সেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোন কোন ক্রিকেচারদের খেলানো হবে তা নিয়েই চলচে নানান হিসাব নিকাশ।
২০২৪ সালে ভারত বনাম আফগানিস্তান টি২০ সিরিজ
নতুন বছরে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই নতুন বছরে ভারতের সামনে হতে চলেছে প্রথম টি টোয়েন্টি সিরিজ। দেখে নেওয়া যাক ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের সূচী।
ভারত বনাম আফগানিস্তান – ১১ জানুয়ারী (মোহালী)
ভারত বনাম আফগানিস্তান – ১৪ জানুয়ারী ( ইন্দোর)
ভারত বনাম আফগানিস্তান – ১৭ জানুয়ারী ( বেঙ্গালুরু)
২০২৪ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ
নতুন বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
ভারত বনাম ইংল্যান্ড- ২৫ জানুয়ারী ( হায়দরাবাদ) – প্রথম টেস্ট
ভারত বনাম ইংল্যান্ড – ২ ফেব্রুয়ারী (বিশাখাপত্তনম) – দ্বিতীয় টেস্ট
ভারত বনাম ইংল্যান্ড – ১৫ ফেব্রুয়ারী ( রাজকোট ) – তৃতীয় টেস্ট
ভারত বনাম ইংল্যান্ড – ২৩ ফেব্রুয়ারী ( রাঁচি) – চতুর্থ টেস্ট
ভারত বনাম ইংল্যান্ড – ৭ মার্চ (ধরমসালা) – পঞ্চম টেস্ট
The post নতুন বছরে ভারতীয় দলের নতুন ক্রীড়াসূচী appeared first on CricTracker Bengali.










