Rohit Sharma and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)
সদ্য কয়েকদিন আগেই শেষ হয়েথে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধেই নতুন মরসুমের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। শুরুটা বেশ ভালভাবেই করেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুি ম্যাচের টেস্টসিরিজ ১-০-এ জিতে নিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে বৃষ্টি বিধ্ন না ঘটালে ভারতীয়দল এই ম্যাচও জিততে পারত। এই সিরিজের পরই ভারতীয় দলের এই মরসুমের জন্য ঘরোয়া সূচী প্রকাশ করেছে বিসিসিআই। সেখানেই প্রায় পাঁচ মাস পর ফেরএকবার টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া।
এই বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু তারপরও ভারতীয় দলের সামনে টেস্ট সিরিজ নেই। একেবারে আদামী জানুয়ারী মাাসেই টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজে নামতে তলেছে টিম ইন্ডিয়া। প্রায় পাঁচ মা পর ফের টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। আপাতত রোহিত শর্মাদের সামনে রয়েছে সাদা বলের ফর্ম্যাটের দীর্ঘ সিরিজ। গত মঙ্গলবারই সেই সিরিজেরক সূচী ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০-এ জিতেছে ভারতীয় দল
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ দীর্ঘ সফরে নেমেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অবশ্য জয়তুলে নিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। আগামী ২৭ জুলাই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ওডিআই ম্যাচের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। এরপরই তারা খেলবে টি টোয়েন্টি সিরিজ। এরই মাঝে নতুন মরসুমে ভারতীয় দলের ঘরের মাঠের খেলার সূচী প্রকাশ করেছে বিসিসিআই। বিশ্বকাপের পরই সেখানে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানে যদি ভারতীয় দল ফাইনালে পৌঁছতে পারে, তবে বিশ্বকাপের পর মাত্র তিন দিনের মধ্যেই ফের একবার মাঠে নামতে হবে ভারতীয় দলকে। আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জানুয়ারী মাসে টেস্ট সিরিজে নামতে চলেচেটিম ইন্ডিয়া।
এর মাঝেই অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানে রশিদ খানদের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় শিবির। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post পাঁচ মাস পর টেস্ট সিরিজে নামবেন রোহিত শর্মারা, বিশ্বকাপের পরই ঘরের মাঠে ভারতের সামনে অস্ট্রেলিয়া appeared first on CricTracker Bengali.