Shubman Gill. (Photo by Alex Davidson/Getty Images)
অবশেষে খানিকটা স্বস্তি। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার মতো ফিট হয়েছেন কিনা তা জানা না গেলেও, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই ভারতীয় দলের সঙ্গে আহমেদাবাদে যোগ দিতে চলেছেন শুভমন গিল। সবকিছু ঠিকঠাক চললে বুধবারই আহমেদাবাদে পৌঁছতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপ শুরু হওয়ার সময়ই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। সেই থেকেই এখনও পর্যন্ত ভারতীয় দলের মনাে নামতে পারেননি তিনি। মাঝে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল শুভমন গিলকে। অবশেষে আহমেদাবাদে যাচ্ছেন তিনি।
তবে এখনই পুরোপুরি সুস্থ হননি তিনি। যদিও হাতে বেশ কয়েকটা দিন সময় রয়েছে। এখন তাঁকে বিশ্রামে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন শুভমন গিল। এই তরুণ ক্রিকেটারের আহমেদাবাদে যাওয়ার খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। তবে কী পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন এই তুরণ ক্রিকেটার। এখনই তা নিয়ে কোনওরকম আভাস পাওয়া যায়নি বিসিসিআইয়ের তরফে। তবে শুভমন গিলের ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে আশাবাদী সকলেই।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল
বিশ্বকাপের আগে চেন্নাইয়ে পৌঁছনর পরই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। সেই খবর সামনে আসার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছিল। শোনাযাচ্ছিল যে প্রথম ম্যাচে নাকি তাঁকে চাড়াঅ নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত তেমনটাই হয়েছিল। তবে ভারতীয় দল যে তাঁকে নিয়ে সবসময়ই আশাবাদী তা বলতে কোনও দ্বিধা করেননি রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়রা। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার খবর যে সকলকেই খানিকটা অস্বস্তিতে রেখেছিস তা বলার অপেক্ষা রাখে না। যদিও বেশীক্ষণ সময় শুভমন গিলকে হাসপাতালে কাটাতে হয়নি।
এই বছরে দেশের জার্সিতে শুভমন গিল দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই ওডিআই সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরান করেছিলেন। তেমনই এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। বিশ্বকাপের মঞ্চে সেই শুভমন গিল এখনও পর্যন্ত অনুপস্থিত। তিনি আদৌ ফিরতে পারেন কিনা সেই জল্পনাই তুঙ্গে। এবারের এশিয়া কাপেও শুভমন গিলের পারফরম্যান্সের গ্রাফ ছিল উর্ধ্বগামী।
পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছিলেন শুভমন গিল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর থেকেই সমস্ত হিসাব বদলে গিয়েছে। যদিও এবার আহমেদাবাদে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post পাকিস্তান ম্যাচের আগেই আহমেদাবাদে যাচ্ছেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.










