পুরোপুরি ফিট না হলে লোকেশ রাহুলকে প্রথম একাদশে রাখা উচিত্ নয়, মনে করছেন সঞ্জয় বাঙ্গার

আগস্ট 26, 2023

No tags for this post.
Spread the love

Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতের এশিয়া কাপের স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল। তিনি দলে ফিরলেও লোকেশ রাহুলকে নিয়ে কিন্তু আসোচনা একেবারেই কমছে না। বরং ক্রমশই লোকেশ রাহুলকে নিয়ে নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। বিশেষ করে লোকেশ রাহুলের প্পরথম একাদশে থাকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে লোকেশ রাহুল যদি উইকেটকিপার -ব্যাটার হিসাবে না খেলেন, তবে কোনওমতেই তাঁকে ভারতীয় দলে রাখা উচিত্ হবে না।

চোট সারিয়ে লোকেশ রাহুল এশিয়া কাপের মঞ্চে ফিরলেও, পুরোপুরি চোটমুক্ত কিন্তু নন এইউ তারকা ভারতীয় ক্রিকেটার।  দল ঘোষণার দিনই লোকেশ রাহুলের চোট পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় দলের প্রদান নির্বাচক অজিত আগরকর। তাঁর মতে লোকেশ রাহলের পুরনো চেট সেরে গেলেও, হাল্কা একটা চোট রয়েছে এই তারকা ক্রিকেটারের। আর সেই কথা শোনার পর থেকেই প্রাক্তন এবং বিশেষজ্ঞরা তাঁকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। বিশেষ করে লোকেশ রাহুলের ভারতীয় দলের প্রথম একাদশে থাকা নিয়েও কথা বলছেন অনেকে।

এশিয়া কাপের স্কোয়াডে ফিরলেও হাল্কা চোট রয়েছে লোকেশ রাহুলের

সঞ্জয় বাঙ্গারের মতে লোকেশ রাহুল যদি ভারতীয় দলের প্রথম একাদশে একজন উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলেন, তবে অবশ্যই তাঁকে প্রথম একাদশে রাখা উচিত্। তেমনটা না হলে শুধু ব্যাটার হিসাবে খেলালে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেও মনে করছেন তিনি।  দলে ঈসান কিষাণকেও এবার সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং কোন ক্রিকেটারকে ভারতীয় দলের উইকেককিপার হিসাবে দেখা যাবে তা এখনই স্পষ্ট করে বোঝা সম্ভব হচ্ছে না।

সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “যদি লোকেশ রাহুল একেবারেই ফিট না হন ব্যাটিংয়ের জন্য তবে ঈশান কিষাণ কোনওদোশ করেননি। তাঁকেই এবার ভারতীয় দলের প্রথম একাদশে রাখা উচিত্। কারণ তিনি এই মুহূর্তে নিয়মিত ক্রিকেট খেলছেন। তিনিও একজন ভাল উইকেটকিপার। যখন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দল খেলতে চলেছে সেখানে একজন ফিট উইকেট কিপারকেই খেলানো উচিত্। যে ক্রিকেটার পুরোপুরি ফিট নন এমন ক্রিকেটারকে প্রথম একাদশে একেবারেই রাখা উচিত্ নয়”।

লোকেশ রাহুলের ইয়ো ইয়ো টেস্টের খবরও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এশিয়া কাপের প্রস্তুতি ভারতীয় দলের সঙ্গে শুরু করে দিয়েছেন তিনিও। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post পুরোপুরি ফিট না হলে লোকেশ রাহুলকে প্রথম একাদশে রাখা উচিত্ নয়, মনে করছেন সঞ্জয় বাঙ্গার appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8