Pooja Vastrakar. ( Photo Source: Hannah Peters/Getty Images )
এশিয়ান গেমসে পদক নিশ্চিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। সোনা জের থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁডিয়ে রয়েছেন স্মৃতি মন্ধনারা। পূজা বস্ত্রকারের বিধ্বংসী পারফরম্যাম্সের সৌজন্যে বাংলাদেশ হেলায় হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালের মঞ্চে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন পূজা বস্ত্রকার। আর সেই পারফরম্যান্সই যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের রুপো নিশ্চিত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বৃষ্টির জন্য সম্পূর্ণ ম্যাচ হয়নি। ক্রম তালিকায় এগিয়ে থাকাব সুবাদে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই তাদের সামনে ছিল বাংলাদেশ। যদিও বাংলাদেশকে হারাতে খুব একটা বেশী সমস্যায় পড়তে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। পূজা বস্ত্রকারের জাপরুটে বোলিংয়ের সামনে সেমিফাইনালের মঞ্চে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেসের ব্যাটিং লাইনআপ। আর তাতেই ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। ফাইনাল জিততে পারলেই এশিয়া গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করবেন স্মৃতি মন্ধনা, রিচা ঘোষরা।
৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভারতের পূজা বস্ত্রকার
টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। লক্ষ্যটা ছিল ভারতীয় দলের বিরুদ্ধে বড় রানের ইনিস খেলার। কিন্তু পূজা বস্ত্রকারের আক্রমমণের কোনও জবাব এদগিন বাংলাদেশের ব্যাটারদের কাছে ছিল না। তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ। শুর থেকেই তিনি ছিলেন বিধ্বংসী ফর্মে। বাংলাদেশের টপ অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি।
বাংলাদেশের ওপেনিং জুটে ভাঙতে খুব একটা বেশী সময় নেননি তিনি। প্রথম ওভারেই বাংলাদেশের দুই ওপেনারকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন পূজা বস্ত্রকার। সাথি রানি এবং সামিমা সুলতানারা শূন্য রানেই ফিরে গিয়েছিলেন। যদিও পূজা বস্ত্রকার এখানেই থেমে থাকেননি। শোভানা মোস্তারিও তাঁরই শিকার। এদিন পূজা বস্ত্রকারের শেষ উইকেট ছিল ঋতু মনি। পূজা বস্ত্রকার ৪ ওবারে ১৭ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন এদিন। সেইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পাইনালের রাস্তাটাও পাকা করে দিয়েছিলেন পূজা বস্ত্রকার।
মাত্র ৫১ রানেই সেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিতেট দল। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলকে জয় তুলে নিতে কুব একটা বেশী অপেক্ষা করতে হয়নি। মাত্র ২ উইকেট খুইয়ে ৮ ওভারের মধ্যেই জয় তুলে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রুপো নিশ্চিত হয়ে গিয়েছে। এখন লক্ষ্য সোনা জয়ের।
The post পূজা বস্ত্রকারের বিধ্বংসী বোলিং, বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের appeared first on CricTracker Bengali.