Ishan Kishan. (Photo Source: BCCI)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষানের প্রশংসা করেছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ইতিমধ্যেই ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই দলে জায়গা করে নিয়েছেন কিষান। এই মুহূর্তে তিনি ভারতীয় দলের সদস্য হিসেবে শ্রীলঙ্কায় রয়েছেন। সেখানে এখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
ওডিআই ক্রিকেটে নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলেননি ইশান কিষান। তবে তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সেরাটা দিয়েছেন। এই কারণেই ইশানের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন ইশান। এরপর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও ভালো খেলেছিলেন তিনি। তিনি তার শেষ চারটি ম্যাচে অর্ধশতরান করেছেন। এর মধ্যে তিনটি অর্ধশতরান তিনি ওপেনার হিসেবে করেছেন এবং ১টি অর্ধশতরান মিডল অর্ডার ব্যাটার হিসেবে করেছেন।
জিও সিনেমায় আকাশ চোপড়া বলেন, “ইশান কিষান অনেক সুযোগ পান না, কিন্তু যখন তিনি সুযোগ পান, তখন তার উপর চাপ থাকে। তিনি একটি দ্বিশতরান করেছেন এবং তার পরেও আমরা তাকে খুব বেশি সুযোগ পেতে দেখি না, এটি একটি সত্যি কারণ তার দ্বিশতরানের পরের সিরিজে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই দলে ইশান কোথায় ব্যাট করবেন তা একটি পৃথক বিষয়, বিভিন্ন পরিস্থিতির উপর এটি নির্ভর করে, তবে তিনি ওডিআই ফরম্যাটের স্পন্দন বুঝতে পেরেছেন।”
“টুর্নামেন্টের কোথাও একটা গিয়ে এমন পরিবেশ তৈরি হয় যেখানে আপনারা একে অপরের যত্ন নিতে শুরু করেন” – আকাশ চোপড়া
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। ৮ই অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মানসিকতা কিভাবে তৈরি হবে সেই ব্যাপারে কথা বলেছেন আকাশ চোপড়া।
আকাশ চোপড়া বলেন, “টুর্নামেন্টের কোথাও একটা গিয়ে এমন পরিবেশ তৈরি হয় যেখানে আপনারা একে অপরের যত্ন নিতে শুরু করেন এবং একটি আত্মবিশ্বাস গড়ে ওঠে, একটি বিশ্বাস যে আমরা এটি করব, আমরা জিতব। এটি নিঃশব্দে তৈরি হয়, আমি বলতে চাইছি, এটি কোনো যাদুর কাঠি দিয়ে ঘটানো হয় না, তবে এটি ঘটে। তাই আমি অনুভব করছি যে ভারতীয় দল যখন বিশ্বকাপে খেলতে শুরু করবে, তখন সেই পরিবেশ তৈরি হবে।”
The post প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষানের প্রশংসা করলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.