Irfan Pathan. (Photo Source: Twitter)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্ট সিরিজে অভিষেক হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণার। যদিও ভারতের হয়ে কেরিয়ারের প্রথম টেস্টে নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন এই পেসার। তাঁর পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে একেবরেই আশাহত হতে নারাজ প্রাক্তন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরীয়নে যে বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা করেছেন, তার থেকে আরও ভাল বোলিং করতে পারতেব তিনি। এমনটাই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় অল রাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রীভাবে হেরে গিয়েছি ভারতীয় দল। এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। এমনভাবে হারটা যে প্রাক্তন থেকে বিশেষজ্ঞ কেউই সেভাবে মেনে নিতে পারছেন না তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সেই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণাও নিজের বোলিং পারফরম্যান্স দেখাতে পারেননি। গোটা ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে এসেছে মাত্র একটি উইকেট। জসপ্রীত বুমরাহ এহং মহম্মদ সিরাজকে সেভাবে সঙ্গতও দিতে পারেননি এ ভারতীয় পেসার।
প্রথম টেস্টে মাত্র একটি উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা
দ্বিতীয় টেস্টে তাঁকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে বেশ আশাবাদী। সেইসঙ্গে প্রথম ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে প্রথম ম্যাচে বোলিং করেছেন তা নিয়েই খানিকটা হতাশ রয়েছেন তিনি। তাঁর মতে সেঞ্চুরীয়নে যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণা বোলিং করেছেন, তার থেকেও আরও ভাল বোলিং করার দক্ষা রয়েছে তাঁর। দ্বিতীয় টেস্টে তিনি খেললে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে স্টোর স্পোর্টসে ইরফান পাঠান জানিয়েছেন, “সেঞ্চুরীয়নে যেভাবে তিনি বোলিং করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা তার থেকেও আরও ভাল বোলিং করতে পারতেন। দক্ষিণ আফ্রিকার এই পিচে তাঁর একদম সঠিক বোলিং করা উচিত্ ছিল। যদি ঠিকভাবে দেখা যায় যে কাগিসো রাবাডা যেভাবে এহং যে লেন্থে বোলিং করেছিলেন, সেই লেন্থেই কিন্তু বোলিং করতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। যেটা ড্রাইভের জন্য নয় বরং ফুল লেন্থ। কিন্তু প্রথম ম্যাচে সেই লেন্থটা প্রসিদ্ধ কৃষ্ণার থেকে দেখা যায়নি”।
আগাী ৩ জানুয়ারী সিরিজের দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণা দক্ষিণ আফ্রিকার পিচে সাফল্য পান কিনা সেটাই দেখার অপেক্ষা।
The post প্রসিদ্ধ কৃষ্ণার দক্ষিণ আফ্রিকায় আরও ভাল বোলিংয়ের দক্ষতা রয়েছে, মত ইরফান পাঠানের appeared first on CricTracker Bengali.










