Jasprit Bumrah & KL Rahul. ( Photo Source: Instagram/KL Rahul )
ক্রিকেটের বাইশগজের প্রথম দিন থেকেই ভারতীয় বোলার এবং ব্যাটারদের পরিশ্রম নিয়ে তর্ক রয়েছে। এখনও যে সেই তর্কটা একই জায়গায় রয়েছে তা ফের একবার বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ ও লোকেশ রাহুল। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার প্রস্তুতি সারছেন দুই ক্রিকেটার। তার মাঝেই দুজনের মধ্যে খুনশুটি। সেখানেই লোকেশ রাহুল বলছিলেন এখনই জসপ্রীত বুমরাহ বলবে যে ব্যাটারদের থেকে বোলারদের পরিশ্রম অনেক। সেই ভিডিওতে দেখা যায় তেমনই হচ্ছে। আর তাতেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও ভাইরাল।
ওডিআই বিশ্বকাপের পর আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহদের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেনি তারা। সামনে রয়েছে এবার দক্ষিণ আফ্রিকা সফর। সেখানেও অবশ্য টি টোয়েন্টি সিরিজে এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওডিআই সিরিজের অধিনায়ক লোকেশ রাহুল। অন্যদিকে এবারে টেসিট সিরিজেই দেশের হয়ে মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। যদিও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দুই তারকা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অধিনায়ক লোকেশ রাহুল
একইসঙ্গে মুম্বইয়ে প্রস্তুতি সারছেন জসপ্রীত বুমরাহ ও লোকেশ রাহুল। একসঙ্গে প্রস্তুত সারার ফাঁকে দুই ক্রিকেটারের মধ্যে নানান খুনশুটিও চলছে। সেখানেই ফের এবার সেই বোলার বনাম ব্যাটার দ্বন্দ্বের ঘটনা। ভিডিওর শুরুতেই লোকেশ রাহুল জানিয়ে দিয়েছিলেন যে কী হতে চলেছে। তিনি প্রস্তুতি সারলেও, জসপ্রীত বুমরাহ যে এখনই বলবেন ব্যাটারদের থেকে বোলারদের প্রস্তুতির পরিশ্রম বেশী। অত্যন্ত উষ্ণ আবহাও কিংবা আদ্র আবহাওয়ায় বোলারদের কাজটাই যে কঠিন, সেই কথাই শোনাগেল জসপ্রীত বুমরার মুখে। সেই ভিডিও ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি।
সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, “আজ আমি দৌড় দিয়ে নিজের প্রস্তুতি শুরু করছি। এই সেশনটা আমার কাছে সত্যিই অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে ব্যাটিং এবং দৌড়। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে এখনই জসপ্রীত বুমরাহ আমায় বলবে যে ব্যাটারদের থেকে বোলারদের জীবন অনেক বেশী কঠিন। তোমার কাজ অনেক বেশী সহজ, ব্যাটের পিছনে লুকোতে পার তুমি”।
এই কথা হওয়ার পরই দুজনের মুখে দেখা যায় হাসি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে দুই ক্রিকেটারই যে বেশ খোশ মেজাজে রয়েছেন তা বলার অপেক্ষৈা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post প্রস্তুতির মাঝে খোশ মেজাজে লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.










