Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images )
আইপিএলের পর দেশের জার্সিতেও দুরন্ত ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই দেশের জার্সিতে রান পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। তৃতীয় ম্যাচে নামার আগেও যে রিঙ্কু সিং ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে রিঙ্কু সিংকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন অজি তারকা ক্রিকেটার সাইমন ক্যাটিচ। তাঁর মতে ভাকতীয় দলের হয়ে এই ফিনিশারের জায়গাটা রিঙ্কু সিং নিজেই বেছে নিয়েছেন। এই পজিশন তিনি নিজে থেকেই আপন করে নিয়েছেন।
ভারতীয় দলের হয়ে পরপর দুই ম্যাচেই রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স সকলকে আপ্লুত করেছেন। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে যেমন ভাকতীয় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তেমনই এই তরুণ ক্রিকেটারের হাত ধরে দ্বিতীয় ম্যচেও বড় রানের রাস্তায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি টোয়েন্টিতে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। তাঁর এমন ফিনিশারের ভূমিকা দেখে আপ্লুত হয়েছেন সকলে।
দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং
জিও সিনেমার একটি শো-তে সাইমন ক্যাটিচ জানিয়েছেন, “ফিনিশার পজিশনে নিজের জায়গাটা রিঙ্কু সিং নিজেই করে নিয়েছেন। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই মরসুমে সেটা করে দেখিয়েছেন তিনি এবং ভারতের হয়েও সেটা করে চলেছেন। তবে দলের সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা যখন দলে ফিরবেন সেই সময় প্রতিযোগিতাটা আরও বাড়বে”।
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গেল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
এবারের আইপিএলে নাইট রাইডার্স লিগ পর্বের গন্ডী টপকাতে না পারলেও সেখানে রিঙ্কু সিং ছিলেন সুপার হিট। তাঁর এক ওভারে পাঁচটি ছয়ের ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। দেশের জার্সিতেও সেই পারফরম্যান্স বজায় রেখেছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত সকলে। রিঙ্কুর প্রশংসাই এখন শোনাযাচ্ছে সকলের মুখে। তৃতীয় ম্যাচেও রিঙ্কু সিং নিজের সেই পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
The post ফিনিশারের পজিশনে নিজেকে মানিয়ে নিয়েছেন রিঙ্কু সিং, মনে করছেন সাইমন ক্যাটিচ appeared first on CricTracker Bengali.










