বর্ষশেষে আফগানিস্তান ক্রিকেটে ডামাডোল

ডিসে. 26, 2023

Spread the love

AFGHANISTAN. ( Image Source: X(Twitter) )

আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিব, নবীন ও ফারুকীকে জাতীয় চুক্তি থেকে বেরিয়ে যেতে অনুমোদন দিয়েছে। বোর্ডের বিবৃতি অনুযায়ী, এই তিনজন আগামী দুবছর ফ্রাঞ্চাইজি লীগের জন্যও কোনও এনওসি পাবে না।

সোমবার আফগানিস্তান বোর্ডের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, এসিবি মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও নবীন উল হককে, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়েও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে’ চুক্তি নবীনকরণে আগ্রহ দেখায়নি ও নতুন করে অনুমোদন দিতে অস্বীকার করেছে। তাই বোর্ড তাদের ২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিগুলিকে বিলম্বিত করার পদক্ষেপ নিয়েছে ও আগামী দুই বছরের জন্য এই তিন জনের সমস্ত এনওসি প্রত্যাহারের ঘোষণা করেছে। যেটির মধ্যে তাদের বর্তমানে থাকা যেকোনও এনওসিও রয়েছে।

এসিবির বক্তব্য অনুসারে, এই তিনজন আফগানিস্তানের প্লেয়ার সম্প্রতি বোর্ডকে ১লা জানুয়ারি, ২০২৪ থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি দেওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি তারা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য সম্মতিও চেয়েছিলেন। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে যে, ‘খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করার একটা প্রবণতা ছিল। পাশাপাশি তারা কমার্শিয়াল ফ্রাঞ্চাইজি লীগগুলি খেলতে বেশি আগ্রহী ছিল, যা সরাসরি জাতীয় স্বার্থের সাথে সংঘাত তৈরী করে।’ তাই তাঁদের বোর্ডের চুক্তি থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

 মোট গোটা বিষয়টি একটি কমিটিকে জানিয়েছে। কমিটিকে গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সার্থকের সর্বোত্তমভাবে রক্ষা করা ও অক্ষুন্ন রাখার কথাও বিবেচনা করা হয়েছে। সেই অনুযায়ী সুপারিশ পেশ করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 বিবৃতিতে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটি জাতীয় অগ্রাধিকারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এক্ষেত্রে এসিবির প্রধান মূল্যবোধ ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছে,

‘ প্রতিটি খেলোয়াড়ের উচিত এসিবির নীতিগুলি মেনে চলা ও নির্দেশগুলির প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।’

মুজিবকে এই মুহূর্তে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ২৪১০০০মার্কিন ডলারের বিনিময়ে ঘরে তুলেছে। এর পাশাপাশি বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার বিবিএলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন। তাঁর পাশাপাশি নবীনও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টন্সের অংশ। ফজলকেও সানরাইজার্স হায়দ্রাবাদ কতৃক ধরে রাখা হয়েছে। এবার তাঁদের ভবিষ্যত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

The post বর্ষশেষে আফগানিস্তান ক্রিকেটে ডামাডোল appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador