বাংলাদেশ সুুপার ফোরে পৌঁছলে খেলতে পারেন লিটন দাস

সেপ্টে. 1, 2023

Spread the love

Litton Das. (Photo by SANKA VIDANAGAMA/AFP via Getty Images)

প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান। তবে এই অস্বস্তির আবহের মধ্যেও একটা স্বস্তির খবর বাংলাদেশ শিবিরের জন্য। অসুস্থতা সারিয়ে এশি্য়া কাপের মাঝেই বাংলাদেশ শিবিরে ফিরতে পারেন লিটন দাস। যদিও লিগ পর্বে নয়। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেস যদি সুপার ফোরের মঞ্চে পৌঁছয় তবেই লিটন গাসেকে ফের একবার দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে।  প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের সামনে এখনও সুপার ফোরের রাস্তা খোলা রাখার সুযোগ রয়েছে।

বাংলাদেশের শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার সময়ই অসুস্থতার জন্য দলের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে আসতে পারেননি লিটন দাস। এরকপরি ৩০ অগস্ট তাঁর এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার কথা শোনা যায়। আর সেটা যে বাংলাদেশ শিবিরের চাপ বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের মঞ্চে তারুণ্যের আধিক্য থাকলেও শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতেই হয়েছিল বাংলাদেশ ব্রিগেডকে। সেই ম্যাচ হারের পরই হঠাত্ লিটন দাসের ফেরা নিয়ে শুরু হয়ে গিয়েছে।

অসুস্থতার জন্য বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে আসতে পারেননি লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের নির্বাতক মিনহাজিুন আবেদিনের কথাতেই লিটন দাসের এশিয়া কাপের মঞ্চেই বাংলাদেশ শিবিরে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে। কয়েকদিন আগে লিটন দাসের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সংবাদ সোনা গেলেও, তা পুরোপুরি ঠিক নয় বলেই মনে করছেন তিনি। তাঁর মতে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। লিটন দাস এশিয়া কাপের মঞ্চে ফিরতে পারবেন না এমনটা তারা কখনোই বলতে চায়নি। বরং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশ যদি সুপার ফোরের মঞ্চে পৌঁছতে পারে, সেখানেই দেখা যেতে পারে লিটন দাসকে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে তাদের প্রধামন নির্বাচক জানিয়েছেন, “লিটন দাস সুস্থ হয়ে উঠলে তাঁকে আমরা পাঠাবো। বাংলাদেশ সুপার ফোরে পৌঁছলে সেখানে দলের সঙ্গে যোগ দেবেন লিটন দাস। এর আগে হয়ত ভুল বোঝাবুঝি হয়েছে। লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে যাননি। আমরা দুই থেকে একদিনের মধ্যে লিটন দাসের সম্পূর্ণ অবস্থা বুঝে সেই কথা সকলকে জানিয়ে দেব”।

লিটন দাসের না খেলার কথা ঘোষণা করার সঙ্গেই তাঁর পরিবর্ত ক্রিকেটারের কথা ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সময় এনামিল হককেই এশিয়া কাপের মঞ্চে পাঠানোরক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।যদিও প্রথম ম্যাচেবাংলাদেশ চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এবার কারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post বাংলাদেশ সুুপার ফোরে পৌঁছলে খেলতে পারেন লিটন দাস appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador