Trent Boult. (Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images)
বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সিরিজটি ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং ২৩শে ডিসেম্বর শেষ হবে। এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকক্যাপস। উল্লেখযোগ্যভাবে, অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
কেন উইলিয়ামসনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। উইলিয়ামসন ছাড়াও টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং ডেভন কনওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এই সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ট্রেন্ট বোল্ট অবসর নেননি। তবে ২০২২ সালের আগস্ট মাসে তিনি নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাহার করেছিলেন। সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তাকে খেলতে দেখা গিয়েছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাকে খেলতে দেখা যাবে না। চুক্তি প্রত্যাহার করার পর থেকে বিশ্বজুড়ে যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলি খেলা হয় সেগুলির দিকেই তাকে বেশি নজর দিতে দেখা গেছে।
জশ ক্লার্কসন এবং উইলিয়াম ও’রোর্ক দলে ডাক পেয়েছেন
আসন্ন ওডিআই সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে নতুন মুখ দেখা যাচ্ছে। অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং ফাস্ট বোলার উইলিয়াম ও’রোর্ক প্রথমবারের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন। অন্যদিকে, টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে রাচিন রবীন্দ্র ছিলেন না। তবে ওডিআই দলে তিনি জায়গা পেয়েছেন।
ওডিআই সিরিজের পর এই দুটি দল একে অপরের বিরুদ্ধে টি-২০ সিরিজও খেলবে। এই সিরিজটি ২৭শে ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৩১শে ডিসেম্বর শেষ হবে। উল্লেখযোগ্যভাবে, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ওডিআই এবং টি-২০ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াড: টম ল্যাথাম, আদি অশোক (দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ওডিআই), উইল ইয়ং।
বাংলাদেশের ওডিআই স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শাক মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তনভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
The post বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড, নাম নেই ট্রেন্ট বোল্টের appeared first on CricTracker Bengali.