Virat Kohli. ( Image Source: Twitter )
আগামী ১৯ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ খেলেছে ভারত। তিনটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই চারের চার তারা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ লোকেশ রাহুলরা। সেই পারফরম্যান্স বাংলাদেশের বিরুদ্ধেও তারা ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারে বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান না পেলেও, প্রথম দুই ম্যাচেই বড় রানের ইনিংস খেলছিলেন বিরাট কোহলি। আর সেটাই যে সকলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানেও যে বিরাট কোহলির ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের বাড়তি ভরসা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। হবে নাই বা কেন এই পুণেতেই ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পুণেতে ১৯ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।
সেখানেও যে বিরাট কোহলিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ব্যাট থেকে এখনও পর্যন্ত সেঞ্চুরীর ঝলক দেখা যায়নি। এবারের বিশ্বকাপে পুণেতেই সেই আশা সকলের পূরণ হয় কিনা তা তো সময়ই বলবে। তবে পুণের মাঠে কিন্তু বিরাট কোহলির পারফরম্যান্স গ্রাফ খুব একটা খারাপ নয়। সেই ধারা যে এই বিশ্বকাপের মঞ্চেও বহাল থাকবে তেমনটাই আশা করছেন সকলে। এই মুূহূর্তে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকেই যে সকলে তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
পুণেতে পেসের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স
পেসারদের বিরুদ্ধে পুণের এই মাঠে ১০ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সেই ১০ ইনিংসে বিরাট কোহলির রান রয়েছে ৩৮৯। সেখানেই বিরাট কোহলির গড় রয়েছে ৫৫.৫৭। সেইসঙ্গে পেসারদের বিরুদ্ধে বিরাট কোহলি আউট হয়েছেন ছয়বার।
রান – ৩৮৯
গড় – ৫৫.৫৭
বল – ৪৪০
আউট – ৬
বাউন্ডারি – ৩৬
ওভার বাউন্ডারি – ৬
পুণেতে স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স
পুণেতে পেসারদের তুলনায় স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই উর্ধ্বমুখী। এই মাঠে স্পিনারদের বিরুদ্ধে ১১ ইনিংস ৩৭৩ রান রয়েছে বিরাট কোহলির। সেইসঙ্গে বিরাট কোহলির গড় রয়েছে ৯৩.২৫ এবং স্ট্রাইকরেট রয়েছে ৮১.৭৯। স্পিনাররা তাঁকে এই মাঠে মাত্র ৫৪ বারই আউট করতে পেরেছেন।
রান – ৩৭৩
বল – ৪৫৬
গড় – ৯৩.২৫
আউট – ৪
বাউন্ডারি – ২৯
ওভার বাউন্ডারি – ৫
এই মাঠেই বিরাট কোহলির সর্বোচ্চ রান রয়েছে। ২৫৪ রান এওই পুণেতেই করেছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্সের ধারা বিরাট কোহলি এই ম্যাচেও বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে পুণেতে বিরাট কোহলির পারফরম্যান্সের পরিসংখ্যান appeared first on CricTracker Bengali.










