Babar Azam. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার আগে অনেকেই পাকিস্তানকে ট্রফি জেতার অন্যতম দাবিদার বলে মনে করেছিলেন। কিন্তু মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। পরপর ৩টি ম্যাচে হেরে গিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে তারা। তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে গেছে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া বাবর আজমের অধিনায়কত্বের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানের অধিনায়ক শুধুমাত্র টিম ম্যানেজমেন্টের আদেশ অনুসরণ করতে জানেন। বাবর আজমের নেতৃত্বাধীন দল চলতি ওডিআই বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি ম্যাচ খেলে ফেলেছেন। তারা এখনও পর্যন্ত মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে। রাউন্ড রবিন পর্যায়ে তাদের হাতে আর মাত্র ৪টি ম্যাচ রয়েছে। শেষমেশ তারা সেমিফাইনালে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
দানিশ কানেরিয়া আজ তককে বলেন, “বাবর আজম শুধু তাই করবেন যা তাকে কাগজে লিখে দেওয়া হয়েছে। তিনি আর কিছু জানেন না। তিনি চাপের মধ্যে ব্যাট করতে পারেন না, যে কারণে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মহম্মদ নওয়াজ এবং শাহীন আফ্রিদির কাছে নতুন বল দেওয়া উচিত ছিল কারণ আফগানিস্তানের ওপেনাররা পেস ভালো খেলেন।”
“হারিস রউফ একজন টেপ বল ক্রিকেটার যিনি শুধু দ্রুত বোলিং করেন” – দানিশ কানেরিয়া
দানিশ কানেরিয়া পাকিস্তানের দুই অভিজ্ঞ পেসার হারিস রউফ এবং হাসান আলির সমালোচনায়ও সরব হয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে রউফ ৮ ওভারে ৫৩ রান দিয়েছিলেন। এই ম্যাচে তিনি কোনো উইকেট নিতে পারেননি। অন্যদিকে, হাসান ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন।
দানিশ কানেরিয়া বলেন, “হারিস রউফ একজন টেপ বল ক্রিকেটার যিনি শুধু দ্রুত বোলিং করেন এবং হাসান আলির কাছ থেকে আপনি কি আশা করবেন তা আপনি জানেন না। যখন হালকা রিভার্স সুইং হচ্ছিল, তখন বাবর আজম ইফতিখার আহমেদকে দিয়ে এক প্রান্ত থেকে বল করাচ্ছিলেন। তাদের এখন একটি করুণ দলের মতো দেখাচ্ছে।”
২৭শে অক্টোবর, শুক্রবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২৬ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এই ম্যাচটিতে পাকিস্তান জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post বাবর আজমের অধিনায়কত্বের কঠোর সমালোচনা করলেন দানিশ কানেরিয়া appeared first on CricTracker Bengali.










