Tom Curran. ( Image Source: Twitter )
কয়েকদিন আগেই আইপিএলের মঞ্চে দল পেয়েছেন টম কারান। আসন্ন আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবেন ইংল্যান্ডের এই পেসার। কিন্তু তারপরই বড়সড় ধাক্কা এই ক্রিকেটারের। বিগব্যাশ লিগে চার ম্যাচের নির্বাসিত হলেন টম কারান। আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের কারণেই তাঁকে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছে। এবারের আইপিএলের মিনি নিবামে ১.৫ কোটি টাকাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন এই তরুণ ব্রিটিশ পেসার। এরপরই মাঠের বাইরে তিনি।
এবারের বিগব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন এই তরুণ ব্রিটিশ পেসার। তাঁর বিগব্যাশ লিগে খেলার সেই পারফরম্যান্সই যে এই তরুণ পেসারের আইপিএলের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। আইপিএলের নিলাম হওয়ার পরই বিগব্যাশ লিগে নামার কথা ছিল তাঁর। সেখানেই সিডনি সিক্সার্সের হয়ে চারটি ম্যাচে নামতে পারবেন না এই তরুণ ক্রিকেটার। আর তাতেই যে ক্রিকেট মহলে বেশ হৈচৈ পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিএলের মঞ্চে ১.৫ কোটি টাকা দাম পেয়েছেন টম কারান
তাঁকে এতবড় শাস্তি মেনে নিতে পারছে না সিডনি সিক্সার্সও। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারাও লড়াই করার কথা ঘোষণা করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কয়েকদিন আগে। ১১ ডিসেম্বর ম্যাচ শুরুর আগে প্রস্তুতির জন্য মেন পিচেই রানআপ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে বাধা দেন ম্যাচের আম্পায়ার। এরপরই দুজনের মধ্যে বচসা হয়েছিল। অশোভনীয় আচরণের জন্যই এবার তার ওপর এতবড় শাস্তির খাঁড়া নেমে এসেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে জানানো হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে স্টাম্পের ঠিক পরেই আম্পায়ার দাঁড়িয়ে ছিলেন। টম কারাণকে মেন পিচে বোলিং করা থেকে বিরত করার চেষ্টা করছিলেন এবং টম কারান দূরে সরে গিয়েছিলেন। সেই ফুটেজেও দেখা যাচ্ছিল যে টম কারান সরে গিয়েছিলেন। এরপরই দেখা যাচ্ছিল যে টম কারান রান প্র্যাকটিস করছিলেন এবং সোজাসুজি আম্পায়ারের দিকে দৌড়ে যাচ্ছিলেন। সেই সময় ধাক্কা লাগায় ভয়ে আম্পায়ার নিজের জায়গা থেকে সরে গিয়েছিলেন।
যদিও সেই সিদ্ধান্ত একেবারেই মানতে নারাজ সিডনি সিক্সার্স। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা। আপাতত সামনেই চারটি ম্যাচে টম কারানকে ছাড়াই নামতে হবে সিডনি সিক্সার্সকে।
The post বিগব্যাশ লিগে চার ম্যাচ নির্বাসিত টম কারান appeared first on CricTracker Bengali.










