Hobart Hurricanes vs Melbourne Renegades. (Photo Source: Twitter)
২৩শে ডিসেম্বর, শনিবার, হোবার্টের বেলেরিভ ওভালে বিগ ব্যাশ লিগ ২০২৩-২০২৪-এর ১৩তম ম্যাচে হোবার্ট হারিকেনস এবং মেলবোর্ন রেনেগেডস একে অপরের মুখোমুখি হবে।
এই মরসুমে হোবার্ট হারিকেনস এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে এবং উভয় ম্যাচেই তারা হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। হোবার্ট হারিকেনস তাদের আগের ম্যাচটিতে পার্থ স্কোর্চার্সের কাছে ৯ উইকেটে হেরেছিল। হোবার্ট হারিকেনস প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ১৬.১ ওভারে ১ উইকেটে ১৭৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল পার্থ স্কোর্চার্স।
অন্যদিকে, মেলবোর্ন রেনেগেডসও চলতি মরসুমে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। তারা ৩টি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল।মেলবোর্ন রেনেগেডস তাদের আগের ম্যাচটিতে ব্রিসবেন হিটের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। মেলবোর্ন রেনেগেডস প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলতে সক্ষম হয়েছিল। ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৬৩ রানে পৌঁছে ম্যাচটি নিজেদের নামে করেছিল ব্রিসবেন হিট। আসন্ন ম্যাচটি হোবার্ট হারিকেনস এবং মেলবোর্ন রেনেগেডস উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
বেলেরিভ ওভালের পিচ থেকে বোলাররা ব্যাটারদের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। পিচটি স্লো হওয়ায় রান করার ক্ষেত্রে ব্যাটারদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। গত মরসুমে এই মাঠে প্ৰথম ইনিংসের গড় রান ছিল ১৪৯। এখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
হোবার্ট হারিকেনস
কালেব জুয়েল, বেন ম্যাকডারমট, স্যাম হেইন, টিম ডেভিড, কোরে অ্যান্ডারসন, নিখিল চৌধুরী, মিচেল ওয়েন, ক্রিস জর্ডান, প্যাট্রিক ডুলি, নাথান এলিস (অধিনায়ক), বিলি স্ট্যানলেক।
মেলবোর্ন রেনেগেডস
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জো ক্লার্ক, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, নিক ম্যাডিনসন (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, জোনাথন ওয়েলস, উইল সাদারল্যান্ড, টম রজার্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান।
হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস: হেড টু হেড
ম্যাচ – ১৭ | হোবার্ট হারিকেনস – ৯ | মেলবোর্ন রেনেগেডস – ৮
সম্প্রচার বিবরণী
ম্যাচ – হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস
সময় – দুপুর ১:৪৫ (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট
The post বিবিএল ২০২৩-২০২৪, ম্যাচ ১৩, হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.










