Virat Kohli. ( Image Source: Twitter )
বিরাট কোহলির ভক্তের তালিকায় অন্যান্য তারকাদের সঙ্গে মহম্মদ রিজওয়ানের নামও ছিল। বিরাট কোহলি যে তাঁর অনুপ্রেরণা সেই কথা বারবার শোনা গিয়েছে মহম্মদ রিজওয়ানের মুখেও। আগামী ৫ নভেম্বর বিরাট কোহলির জনব্মদিন। সেদিনই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ নামছে টিম ইন্ডিয়া। সেই মঞ্চে নামার আগেই বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী পাক তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। বিরাট কোহলির জন্মদিনেই তাঁর ব্যাটে ৪৯ তম সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। যদিও শেষপর্য।ন্ত তা হয়. কিনা তা তো সময়ই বলবে।
এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সঙ্গে সেঞ্চুরীর তালিকায় এক আসলনে রয়েছেন বিরাট কোহলি। আর একটা সেঞ্টুরী করতে পারলেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলিকে নিয়ে ক্রমশই বাড়তে শুরু করেছে প্রত্যাশাটা। কয়েকদিন আগেই তাঁর পঞ্চাশতম সেঞ্চুরী নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সুনীল গাভাসকরকে। এবার সেই একই কথা শোনা গেল মহম্মদ রিজওয়ানের মুখেও।
এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে সচিনের সঙ্গে এক আসনে রয়েছেন বিরাট কোহলি
আগামা ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দলষ। সেখানেই ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় রয়েছেন সকলে। সেখানেই শেষপর্য।ন্ত বিরাট কোহলির তাঁর কাঙ্খিত রেকর্ড গড়তে পারেন কিনা তা তো সময়ই বলবে। ইডেন গার্ডেন্সে সেঞ্চুরী করতে পারলেই ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড চটপকে যাবেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপের মঞ্চে অবশ্য দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিরাট ভক্তরা। বিরাট কোহলির সেঞ্চুরীর প্রত্যাশায় রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানও।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা সত্যিই জেনে ভাল লাগছে যে আগামী ৫ নভেম্বর তাঁর জন্মদিন। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা। যদিও আমি নিজের জন্মদিন পালন করি না এবং জন্মদিন পালন করা নিয়ে আমার খুব একটা উত্সাহও নেই। তবে বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাবাদী যে তাঁর জন্মদিনেই তিনি ৪৯ তম ওডিআই সেঞ্চুরী পাবেন। একইসঙ্গে আমি আশা করি যে এই বিশ্বকাপের মাঝেই তিনি ওডিআই কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরী পান”।
এবারের বিশ্বকাপের ম়্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরীর পাশাপাশি, তিনটি অর্ধশতরানও পেয়ে গিয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরী নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই পেতে পারতেন বিরাট কোহলি। যদিও সেই ম্যাচে ৯৫ রানেই আউট হয়ে ফিরতে হয়েছিলেন এই তারকা ক্রিকেটারকে। প্রোটিয়াদের বিরুদ্ধেই শেষপর্যন্ত তিনি সেই সেঞ্চুরী পান কিনা সেটাই দেখার।
The post বিরাট কোহলির ৪৯ তম ওডিআই সেঞ্চুরীর প্রত্যাশায় মহম্মদ রিজওয়ান appeared first on CricTracker Bengali.










