বিশ্বকাপ হারের যন্ত্রনায় কাতর লোকেশ রাহুল, সোশ্যাল মিডিয়ায় দিলেন আবেগতাড়িত বার্তা

নভে. 23, 2023

Spread the love

KL Rahul. ( Photo SOurce: R.SATISH BABU/AFP via Getty Images )

ঘরের মাঠে ফাইনালে পৌঁছেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে ছয় উইকেটে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের। সেই যন্ত্রনা এখনও যেন ভুলতে পারছেন না ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। গত রবিবার বিশ্বকাপের ফাইনাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের দিনই লোকেশ রাহুলের সোশ্যাল মিডিয়ায় একত আবেগতাড়িত বার্তা। এখনও যে বিশ্বকাপের হার যন্ত্রনা দিচ্ছে সেই কথাই লিখলেন লোকেশ রাহুল।

এবারের ওডিআই বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশাপাশি এই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুলও। গোটা প্রতিযগিতায় লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছিল জোড়া সেঞ্চুরীর ঝলক। শুধু তাই নয় বেশীরভাগ ম্যাচেই লোকেশ রাহুলের ব্যাটে রানের ঝলক ছিল। তবুও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এমনকী ফাইনালের মঞ্চেও ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক এই লোকেশ রাহুল।

এবারের ওডিআই বিশ্বকাপে ৪৫২ রান করেছিলেন লোকেশ রাহুল

ফাইনালের ম্যাচে লোকেশ রাহুল ও বিরাট কোহলির পার্টমারশিপে ভর করেই একসময় ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেছিল। কিন্তু সেখানেও শেষপর্যন্ত লড়াইটা করতে পারেনি তারা। বিরাট কোহলি সেই ম্যাচে ফিরে গেলেও লোকেশ রাহুলকে নিয়েই আশায় বুকবেঁধেছিল সকলে। কিন্তু শেষপর্যন্ত ৬৬ রানেই খেমেছিল লোকেস রাহুলের ইনিংস। অস্ট্রেলিয়ার কাছে সেই হারের জ্বালা এখনবও পর্যন্ত মেটেনি লোকেশ রাহুলের। এখনও যে সেই ঘা দগদগে হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিায়াতে ।েন তারই বিহ্ঃপ্রকাশ করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল।

still hurts… 💔 pic.twitter.com/yRb2JPkelP

— K L Rahul (@klrahul) November 23, 2023

সোশ্যাল মিডিয়াতে লোকেশ রাহুল লিখেছেন, “এখনও পর্যন্ত  যন্ত্রনা দিয়ে চলেছে”। বিশ্বকাপের এতকাছে গিয়েও তা স্পর্ষ করতে না পারার ব্যথাটা যে কতটা তা ভালভাবেই বুঝতে পারছেন এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত সেই য।ন্ত্রনা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার। লোকেশ রাহুলও তার ব্যতিক্রম নন।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর হত থেকে এসেছে জোড়া সেঞ্চুরী। একইসঙ্গে লোকেশ রাহুল এবারের বিশ্বকাপে করেছিলেন ৪৫২ রান। কিন্তু সমস্ত লড়াই ব্যর্থ হয়ে গিয়েছে। আগামী বিশ্বকাপ আসতে এখনও বহু দেরী। এই যন্ত্রনা যে এত তাড়াতাড়ি তিনি ভুলতে পারবেন না তা বলাই বাহুল্য।

The post বিশ্বকাপ হারের যন্ত্রনায় কাতর লোকেশ রাহুল, সোশ্যাল মিডিয়ায় দিলেন আবেগতাড়িত বার্তা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador